আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা,"স্বাধীনতা"

ভালবাসার মানুষ গুলোকে নিয়ে "কবিতা লিখা" স্বাধীনতা তুমি কঁলি থেকে ফোটা সদ্য গোলাপ ফুল ........................... স্বাধীনতা তুমি মায়ের কোলে নবজাতক শিশুর দোল ........................... স্বাধীনতা তুমি উড়ন্ত পাখীর ঠোঁটে মিষ্টি মধুর গান ........................... স্বাধীনতা তুমি লাখো বাঙ্গালীর বেঁচে থাকার প্রাণ ......................... স্বাধীনতা তুমি নব বধুর হাতে যেন মেহেদীর সাঁজ ......................... স্বাধীনতা তুমি পল্লী গায়ের নক্‌শী কাঁথার ভাঁজ .......................... স্বাধীনতা তুমি রাখাল ছেলের মিষ্টি মধুর বাঁশি .......................... স্বাধীনতা তুমি নিঃশ্বাপ শিশুর মুক্তা ঝড়া হাসি ......................... স্বাধীনতা তুমি রক্তে মাখা একটি লাল সবুজের পতাকা ......................... স্বাধীনতা তুমি লাখো বাঙ্গালীর বেঁচে থাকার স্বাধীনতা ........................... মাসুদুর রহমান (খোকন) অরঙ্গবাদ,দোহার,ঢাকা .................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।