কলেজের ডাইনিং রুমে বসে শিক্ষক তার টিফিন সারছেন। ঠিক তখন এক ছাত্র নাস্তা করার উদ্দেশ্যে ট্রে হাতে নিয়ে শিক্ষকের পাশে এসে বসলো। ছাত্রকে পাশে বসতে দেখে অপ্রস্তুত শিক্ষক মৃদুস্বরে বললেন" পিগ এবং পাখী কখনই একত্রে আহার করতে পারে না। "
কথাটি শুনে ছাত্রটি দেরী না করে ট্রে হাতে দাড়িয়ে উত্তর দিল " তাহলে আমি উড়েই চলে যাই। ".কথাটি বলেই সে স্থান পরিবর্তন করলো।
ছাত্রটির তড়িৎগতিতে উত্তর দেয়া এবং প্রস্থান দেখে শিক্ষকের মেজাজ বরই বিলা। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন প্রতিশোধ হিসেবে ছাত্রটিকে সমুচিত শিক্ষা দিবেন। যাইহোক একসময় যথারীতি শিক্ষকের প্রতিশোধের দিন অর্থ্যাত ছাত্রের পরীক্ষার দিন এসে গেল। শিক্ষক একের পর এক প্রশ্ন ছুড়ে ছাত্রকে জর্জরিত করতে চাইলেন কিন্তু ছাত্রটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলো। এক পর্যায়ে যখন ঝুলিতে থাকা প্রশ্ন শেষের পথে তখন ছাত্রকে বলেন,
ধর, রাস্তা দিয়ে যাবার কালে একটি বড় ব্যাগ কুড়িয়ে পেলে।
ব্যাগটি খোলার পর দেখলে সেখানে আরো দুটি ব্যাগ- একটিতে টাকায় পরিপূর্ণ অপরটি জ্ঞানভান্ডার। তুমি কোনটি নিবে?
ছাত্রটি উত্তরে বলল,সে টাকার ব্যাগটি নিবে।
-টাকাটা তোমার কাছে বড় মনে হলো!? তীক্ষ্ণ দৃষ্টিতে ছাত্রের দিকে তাকালেন শিক্ষক। তোমার স্থানে আমি হলে জ্ঞানের ভান্ডারটি আগে নিতাম।
- স্বাভাবিক, যার যা নেই, সে তো সেটা নিবেই ।
উত্তর দিল ছাত্র।
রাগে ও ক্ষোভে শিক্ষকের মৃগীরোগীর মত অবস্থা। তিনি কথা না বাড়িয়ে পরীক্ষার খাতায় "বেকুব" শব্দটি লিখে ছাত্রকে ফেরত দিলেন।
কিছুক্ষণ পর ছাত্রটি এসে খাতটি শিক্ষকের টেবিলে রেখে বলে, " স্যার আপনি কেবল স্বাক্ষর দিয়েছেন, কিন্তু মার্ক দিতে ভুলে গেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।