আমাদের কথা খুঁজে নিন

   

চবি কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি ও হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার গ্যোয়েবলস

হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রীর নাম ছিলো গ্যোয়েবলস।তার বক্তব্য ছিলো,"বার বার বলে একটা মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যাতে পরিণত করা যায়।" চবি কর্তৃপক্ষের পত্রিকায় বিবৃতি দিয়ে জানাচ্ছেন যে,ক্যাম্পাস স্বাভাবিক আছে,এদিকে এই জিনিস্টা এড়িয়ে যাচ্ছেন যে,একটি হল বন্ধ করে রেখেছেন।এই হলের ছেলেগুলো কি সবাই পলিটিক্স করে?নাকি এরা ক্লাস-পরীক্ষা দিবে না?একটা হল বন্ধ রেখে দেয়া,আর ক্যাম্পাসে শত শত পুলিশ-র‌্যাব(যারা কাজের সময়ে কোন কাজে লাগে না)এর অবস্থান কি স্বাভাবিক অবস্থার নিদর্শন?পত্রিকায় মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে চবি কর্তৃপক্ষ শুধু সেই পল জোসেফ গ্যোয়েবলস এর উক্তিটি স্মরণ করিয়ে দিচ্ছে। হায় চবি ! হায় চবি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।