আমাদের কথা খুঁজে নিন

   

এক অতন্দ্র পাতা

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! তুমি কিছু জানতেনা- একটা মোম জ্বলেছিলো অসংখ্য আলোর কনা একত্র করে। আমি কিন্তু হতে চাই আমার মতই! একটা অতৃপ্তির ওয়াইন দু এক চুমুক আলগোছে আর তখনো তোমার না জানাকে উপভোগ করে তরুন বাতাসে আমি আমাকে হতে চাওয়া বোঝালাম, কি করে হয়! আকাশ এত কম নীল অঘন মেঘের সময়ে... কোথাও কিছু কম পড়েছে কি? অজস্র নীল বিষয়বস্তু থেকে পিচকিরি ছুঁড়ে দিলে আকাশে সে মুহূর্তে আকাশ নীল অপরাজিতা তুমি জানবে আমি ছিলাম আমিই আলো-ফুল-নীল-মদ-এক অতন্দ্র পাতা; একলা সে ঘরে। আমাদের শুরু যেদিন তুমি কিছু জানতেনা- আর একটা মোম জ্বলেছিলো অসংখ্য আলোর কনা একত্র করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।