আমাদের কথা খুঁজে নিন

   

না পাওয়ার যোগ....

কত মানুষের কত স্বপ্ন-পুরন হয়, স্বপ্নেও-না ভেবে, নায়ক বনে যায় কেউ কেউ.... কুড়িয়ে পাওয়া পয়সায় আ্ইসক্রিম খেয়ে ঠান্ডা লাগে আর আমি, তোমার মায়ামাখা চোখজোড়া একবার দেখবো বলে, চৈত্রদুপুরে হেঁটেছি হাজার মাইল..... তোমার অনুভুতি কুয়াশাচ্ছন্য- একমাত্রিক দিনের শেষে, হঠাৎ-দেখা ঝলমলে রোদের মতন...... বেলকুনিতে খেলে যাওয়া হাওয়া- হাওয়ার হাত ধরে আমরা হেটেছি নির্জনতায়, আমি, আমরা, সময়ের গায়ে- কেটে যাওয়া আঁচর-সব কিছু, খুব কি স্থুলো স্বপ্ন ! বড় প্রত্যাশার বিশ্লেষন? কত মানুষের কত স্বপ্ন-পুরন হয়, আর আমি, তোমার মায়ামাখা চোখজোড়া একবার দেখবো বলে, চৈত্রদুপুরে হেঁটেছি হাজার মাইল..... আমি মানুষ হতে স্বপ্ন বেচেছি অবলীলায়, বিশ্বাষ বেচেছি ভালবাসা আশায়.... স্বর্ন সময় বেচেছি "রুপোর" দামে আমাদের দুপুর গুলো নির্জনই রয়ে গেল। এখন বসন্তের ফুল,দগদগে যৌবনে ভরা সিনেমা পোষ্টার, বৃষ্টিতে অবিরত ভিজে যাওয়া এই গরীব শহর, বাসের চাকায় থেতলে যাওয়া শিশু, আগুনে পোড়া সভ্যতা- কিছুই ভালোবাসিনি, কিছুই না । শুধু তোমার চোখে মায়া দেখিনি বলে- বিশাল আকাশ-একাকিত্বের সঙ্গি এখন । জীবন এতো "না পাওয়ার" কেন? কত মানুষের কত স্বপ্ন-পুরন হয়, আর আমি, তোমার মায়ামাখা চোখজোড়া একবার দেখবো বলে, চৈত্রদুপুরে হেঁটেছি হাজার মাইল..... ...................শহীদ শোভন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।