প্রেক্ষাপটঃ ভারত-পাকিস্তান ম্যাচ
ঘটনাঃ বেশ কিছু ‘দেশপ্রেমিক’ ব্যাক্তি এই ম্যাচকে পাতানো খেলা বলে পাকিস্তান আর ভারতের মুন্ডুপাত করে। আর তাতে দেশের আপামর ‘দেশপ্রেমিক’ জনগন সমর্থন জানায়। দুই দলের খেলোয়াড়দের ব্যাঙ্গচিত্র প্রকাশ।
প্রেক্ষাপটঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
ঘটনাঃ বেশ কিছু ভারতীয় এটিকে পাতানো ম্যাচ বলে। আর তাতে বাংলার ‘দেশপ্রেমিক’ জনগনের গায়ে আগুন ধরে যায়।
প্রেক্ষাপটঃ বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল
ঘটনাঃ বাংলাদেশের অসাধারণ খেলায় অভিভূত বিশ্ব। ভারত পাকিস্তান এর অনেকেই অনেক প্রশংসা করে। তাতে আবার অনেকের চোখে পানি চলে আসছে। আবার অনেক পাকিস্তানির বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ।
আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের একমাত্র কাজ ভারত নাইলে পাকিস্তানের দোষ বের করা।
তারা যতই ভাল বলুক সেইটার খারাপ একটা অর্থ বের করতেই হবে তাদের। আর এটাই সুযোগ করে দেয় ওদের আমাদের ব্যাঙ্গ করার। ওরা যখন আমাদের ভাল খেলার কথা বললে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই আর আমাদের কেউ ওদের ভাল খেলার কথা বললে সে রাজাকার/ভারতের দালাল। আমরা ওদের গালি দিয়ে মহান হই আর ওরা আমাদের গালি দিলে ওরা খারাপ। আমরা বলতে পারব ওরা পাতানো খেলা খেলে আর ওরা পারবে না।
আমরাই তো বারবার ওদের এত কথা বলার সুযোগ করে দেই। আমরা কি চুপ থাকতে পারি না? ইসলাম ধর্মে অন্য ধর্মকে গালি দেয়া হারাম কেননা এতে তারা মুসলিমদের গালি দিবে, গালি দিবে আল্লাহকে। আর এরকম ঘটনার জন্য আল্লাহ গালি দেয়া মুসলিমকেই দোষী বলেছেন। কারণ সে যদি নিজেকে সংযত করত তাহলে আল্লাহকে গালি দিতো না। আর আমরা তো গালি দিতে পারলেই মহান হয়ে যাই।
অথচ গালি হল কাপুরুষের অস্ত্র।
আমরা ধর্মের কথা বলি অথচ মুহাম্মদ(সাঃ) কুরাইশদের হাতে যত অত্যাচার সহ্য করেছেন তার সিকিভাগও আমরা কল্পনা করতে পারব না। তিনি গালি তো দেননি বরং তাদের হেদায়াতের জন্য দোয়া করেছেন। নুহ(আঃ) ৯০০ বছর তার লোকদের জন্য প্রার্থনা করেছেন। আর আমরা ৯০০ সেকেন্ড ও অপেক্ষা করি না, শুরু করে দেই গালাগালি।
আমাদের খেলোয়াড়রা বীরের মত লড়াই করে হেরেছে, কিন্তু কিছু লোক তাদেরও গালাগালি করছে। কেন এটা করলো না, কেন ওটা করলো না। আরে এত যখন বুঝিস তা মাঠে গিয়ে নাম তুই। এইতো মাত্র এক বছর আগেই বিশ্বকাপের সময় সাকিব এর বাড়িতে ঢিল পড়ে। আজ কি সে তাদের বাড়িতে ঢিল মারবে??আমরা নিজেরাই তো নিজেদের সম্মান দেই না, অন্যরা আর কি দিবে?? আজকে একজনকে মাথায় উঠাই কিন্তু তার দুর্দিনে তার পাশে থাকার মত লোক আর থাকে না।
আর কোন দেশ কি বলল তাতে আমাদের কি?? ওদের সমর্থন ছাড়া আমরা পারব না?? ইংল্যান্ড তো শুরু থেকেই খারাপ বলে(কিন্তু এটা নিয়ে প্রতিবাদ হয় না) তা আমরা কি পারি না??? পাকিস্তানিদের সমবেদনা ছাড়া আমাদের চলে না?? ভারত পাকিস্তান ছাড়া জনগণ দেখি কিছুই বুঝে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।