আমি শুনতে পাই লক্ষ কোটি ফিলিস্তিনীর আর্তনাদ...হাহাকার
একবার ভাবুনতো এমন একটা পৃথিবীর কথা, যেখানে সমাজ, প্রশাসনিক কাঠামো, রাজনীতি, যোগাযোগ ব্যাবস্থা, সরকার ব্যাবস্থা ইত্যাদি সম্পূর্ন ভাবে ধ্বংস হয়ে গেছে! যেখানে মানুষের একমাত্র উদ্যেশ্য ভয়ানক মানুষখেকো লাশেদের হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা!! একটা নিরাপদ আশ্রয়ের জন্য অবিরত ভাবে ছুটে চলা!
কেউ নেই সাহায্য করার, কিভাবে করবে?? কেননা প্রশাসন ব্যাবস্থার কোন অস্তিত্ব নেই। কিভাবে মানুষখেকো লাশেরা আবির্ভূত হল কেউ জানেনা। সবাই শুধু জানে তাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে! কেননা, তাদের মুখোমুখি হলেই তারা আপনার দিকে ছুটে আসবে আপনাকে কাঁচা খেয়ে ফেলতে। এরচেয়ে ভয়ানক অবস্থা মনে হয় আর হওয়া সম্ভব না!!
এমনই গল্প নিয়ে Robert Krikman “The Walking Dead” Comics এর গল্প লেখছেন। যার এপর্যন্ত ৯৪ টি পর্ব প্রকাশিত হয়েছে।
এই কমিকস এর উপর ভিত্তি করেই টেলিভিশন সিরিজও চলছে। যার সিজন ২ এখন চলছে। টেলিভিশন সিরিজটি উচ্চ রেটিং প্রাপ্ত সিরিজগুলোর মধ্যে অন্যতম। “FOX Movies” এ প্রতি শুক্রবার রাত ৮ টায় প্রচারিত হচ্ছে।
এর কাহিনী সংক্ষেপে বলে নেই।
এক অপরাধীকে ধরতে গিয়ে কেন্টাকি’র পুলিশ শেরিফ “Rick Grimes” মারাক্তক ভাবে আহত হয় গুলিবিদ্ধ হয়ে। বেশ কিছুদিন কমা’য় থাকার পর সে নিজেকে আবিষ্কার করে হাসপাতালের বেডে। হাসপাতাল একদম জনমানবশূন্য, রিক্ ডাকাডাকি করে কাউকে পেলনা।
একটা রুমের মধ্যে আবিষ্কার করল বেশ কিছু ভয়ানক বিকৃত চেহারার লোক ইতস্তত ঘোরাঘুরি করছে, তারা তারা রিক্কে দেখতে পাওয়া মাত্র আক্রমন করল। রিক্ কোনমতে পালিয়ে, সেখানের দরজা ভাল করে আটকিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসে।
বাইরে বের হয়ে দেখে পুরো শহর জনমানবহীন। রিক তার বাসায় ফিরে দেখে তার স্ত্রী ও পুত্র নেই। বাসা সম্পূর্ন খালি। ............এক অপরিচিত লোক তাকে আশ্রয় দেয়। সেখান থেকে জানতে পারে, এইসব মানুষখেকো লাশদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ওদের মাথায় আঘাত করে ব্রেইন অকেজো করে ফেলা।
সেটা গুলি, ছুরি বা যেকোন উপায়ে হতে পারে। তারা যদি কোন জীবিত মানুষকে কামড় দেয় তাহলে সেই জীবিত মানুষও মানুষখেকো লাশ পরিনত হবে। রিক্ আরও খবর পায় আটলান্টাতে সরকার সেফ হাউজ বানিয়েছে।
এই ভাবেই জম্বি খতম করতে হয়!!!
রিক কিছু আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে আটলান্টার উদ্যেশ্যে রওনা হয়, তার স্ত্রী পুত্রকে খোঁজার উদ্যেশ্যে। বাইরে এক অজানা, ভয়ঙ্কর পৃথিবী যেখানে মানব সভ্যতা প্রায় ধ্বংসের কাছাকাছি।
এই গল্পে রিক্, তার পরিবার এবং আরও কিছু মানুষের বেঁচে থাকার গল্প বলা হয়েছে, দেখানো হয়েছে এইরকম পরিবেশে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে মনস্তাত্বিক দ্বন্দ, প্রিয়জনকে হারাবার বেদনা,আরও আছে কিছু ভয়ানক চরিত্রের মানুষ এবং সর্বোপরি মানুষখেকো জম্বি।
এইরকম গল্পপড়ে বুকের মধ্যে কেমন যেন একটা হাহাকার সৃষ্টি হয়, বেশ একটা রোমাঞ্চ অনুভূত হয়। তাহলে দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন PDF ফরমেটে ““The Walking Dead” Comics এর ৯০ টি পর্ব। এখানে ক্লিক করুন
এই ডাউনলোড আমি “Express File” টরেন্ট দিয়ে করেছি। পুরো 65KB/s স্পিডে ডাউনলোড করেছি।
বাংলাদেশকে আমার আন্তরিক অভিনন্দন, এক নতুন বাংলাদেশ ক্রিকেট টিমে রপান্তর হবার জন্য, যারা আমাদের দেশের জন্য খেলে এবং খেলবে। যারা কখনও হার মানে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।