আমাদের কথা খুঁজে নিন

   

জি আই এস : অনুশীলন ১

প্রজেক্টঃ Sea level rise and vulnerability analysis যা যা লাগবে: ১) সীমানা শেপফাইল ২) DEM ৩) Land coverage শেপফাইল ৪) Structure শেপফাইল অথবা location of Structure (এটা শুধু ঠিকানা থাকলে ও চলবে অথবা X, Y coordinate হলে ও হবে অথবা শেপফাইল থাকলে আরো ভাল। ৫) জনসংখ্যা ৬) কিছু ডাটা ফ্রী ডাউনলোড করা যাবে এখান থেকে লিঙ্কঃ http://www.diva-gis.org/Data কার্যপ্রনালীঃ ১.প্রথমে DEM add করুন -> Spatial analysis -> map alegebra -> Input এ DEM add করুন, Double click করুন, Equation ‘>=’ বসান, 0 লিখুন। OK করুন। output হিসেবে 0 মিটার এবং এর উপরের level এর topography পাবেন। খেয়াল রাখতে হবে অবশ্যই প্রজেকশন যেন WGS 1984 এ করা থাকে নতুবা করে নিতে হবে।

২.এভাবে 0 এর স্থানে সম্ভাব্য Sea level rise এর মাত্রা বসান। যেমন ১.৫ মিটার। output হিসেবে ১.৫ মিটার এবং এর উপরের level এর topography পাবেন। ৩. এবার দুটো output শেপফাইল কে পলিগন শেপফাইল এ রুপান্তরিত করুন। ৪. শুধুমাত্র প্লাবিত স্থানের পলিগন পেতে Select by location এ ক্লিক করুন -> Gridcode = 0 বসান।

(মনে রাখবেন এখানে সহজ উপায়ে সমুদ্র উচ্চতা বৃদ্ধি ও এর খয়খতি নির্ণয়ের উপায় দেখান হয়েছে। প্রকৃত খয়খতি দেখানর জন্য আর অনেক Criteria analysis এবং গবেষণার প্রয়োজন। ) চলবে...................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।