আমাদের কথা খুঁজে নিন

   

PM, - আরো বিকেএস্পি, আরো একাডেমি বানান। সাকিব, তামিম, মাসরাফি, নাসির বানান।

শুধু ভালবাসি, আর ভালবাসতে চাই। আমাদের এখন বিশ্বজয়ের পালা, এশিয়া জয়ের চেয়ে আরো বেশি পেয়েছি আমরা। আমাদের এখন বেশি বেশি ওয়া, পন্টিং- গিলি লাগবে, কারন আমাদের সক্ষমতা সারা বিশ্ব দেখেছে, আমাদের ছেলেদের নিয়ে নানারকম হিসাব নিকাস শুরু করে দিবে তারা। তাই আমাদের আরো আরো সাকিব,আরো তামিম লাগবে। তাই আমাদের বাড়ি গাড়ী নয়, এ দিয়ে কি হয়? বড়লোক ক্রিকেটার নয়, বড় মাপের ক্রিকেটার লাগবে অনেক।

তাহলে পুরো দেশই ত ওদের জন্য লুটোপুটো খাবে। দেশের সবচেয়ে বড় সম্পদ লাগবে, আর সম্পদের সম্পত্তি এটা সাধারণ বেপার। খুবি ছোট ব্যাপার। তাই বলি- PM, - আরো বিকেএস্পি, আরো একাডেমি বানান। সাকিব, তামিম, মাসরাফি, নাসির বানান।

জয় আমাদেরি হবে। কারন ক্রিকেটের এত্ত উন্মাদনা পৃথিবীতে আর নেই এখানে মত। যা শুধু ইতিহাসই নয়, বরং সংস্কৃতিও গড়ে দিবে আমাদের। আমাদের এখন বিশ্বজয়ের পালা, এশিয়া জয়ের চেয়ে আরো বেশি পেয়েছি আমরা। আমাদের এখন বেশি বেশি ওয়া, পন্টিং- গিলি লাগবে, কারন আমাদের সক্ষমতা সারা বিশ্ব দেখেছে, আমাদের ছেলেদের নিয়ে নানারকম হিসাব নিকাস শুরু করে দিবে তারা।

তাই আমাদের আরো আরো সাকিব,আরো তামিম লাগবে। তাই আমাদের বাড়ি গাড়ী নয়, এ দিয়ে কি হয়? বড়লোক ক্রিকেটার নয়, বড় মাপের ক্রিকেটার লাগবে অনেক। তাহলে পুরো দেশই ত ওদের জন্য লুটোপুটো খাবে। দেশের সবচেয়ে বড় সম্পদ লাগবে, আর সম্পদের সম্পত্তি এটা সাধারণ বেপার। খুবি ছোট ব্যাপার।

তাই বলি - আরো বিকেএস্পি, আরো একাডেমি বানান। সাকিব, তামিম, মাসরাফি, নাসির বানান। জয় আমাদেরি হবে। কারন ক্রিকেটের এত্ত উন্মাদনা পৃথিবীতে আর নেই এখানে মত। যা শুধু ইতিহাসই নয়, বরং সংস্কৃতিও গড়ে দিবে আমাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।