http://www.youtube.com/watch?v=ZndEUl0j9pA দেখে এখন কাদছি আমি ;(;( যখন বিদেশী client গুলো বলে -"বাংলাদেশ ইন্ডিয়ার একটা শহর"- শরীর জ্বলে অক্ষমতায়, রাগে.. কতগুলো কুত্তা বিদেশে দুতাবাস বানিয়ে বসে বসে জনগনের টাকায় গাড়ি কিনে, বাড়ি কিনে.. সুশীল হয়.. একবার ও দেশের নামটা নিজে বলে না.. অন্য কে জানানোর চেষ্টাও করে না.. একটা সুযোগ এসেছিল- client গুলোকে বলতে পারতাম.. যেই দেশ টা এইবার এশিয়া কাপ জিতেছে, সেটা আমার দেশ-- ওই লাল সবুজ যে পতাকা, সেটা আমার দেশের পতাকা.. আহ- হলোনা... হতে হতেও হল না..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।