আমাদের কথা খুঁজে নিন

   

৩২ কোটি চোখের জলের কসম পাকিদের আমরা হোয়াইট ওয়াশ করব...

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। কাঁদো বাঙালি কাঁদো। আসলে বারবার মনকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ সবাই। মনকে বুঝাই, ওরা ভালো খেলেছে। খেলাটা ১০০ ভাগ ভালো এবং উপভোগ্য হয়েছে।

মনকে বুঝাই ২০০ টাকার টিকেট ১৮০০ টাকা দিয়ে কিনেও পয়সা উসুল হয়ে গেছে। কে শুনে কার কথা মন শুধু বলে, সব কিছুর শেষে কেন মাত্র ২ রানের জন্য ......? মন শুধু বলে ইশ! শাহাদাত যদি শেষ বলে একটা চার মেরে দিতে পারত! মনে বলে ইশ! মাশরাফি যদি আরো ৫টা বল খেলতে পারত! হাজারো প্রশ্ন মনের মধ্যে বারবার উঁকি দিচ্ছে। কিন্তু অবশেষে অংক কষে বাস্তবতা একটাই পাকিস্তান ২ রানে জয়ী। কেউ যেন ভুল করেও বলবেন না, বাংলাদেশ হেরে গেছে। বাংলাদেশ হারেনি, পাকিস্তান জিতেছে।

তবে, মিজবাহ বাহিনিকে অগ্রিম আমন্ত্রন দিয়ে রাখলাম। আমরা তোমাদের হোয়াইট ওয়াশ করে জয়োল্লাশ করব। এবং সেটা খুবই শীঘ্রই। সালাম সাকিব, সালাম তামিম, সালাম মুশফিক বাহিনি। তোমরা ১৬ কোটি মানুষের মান রেখেছো।

তোমাদের জন্য আমরা কঁাদবো। তোমরা যেন কেঁদো না ভাইয়েরা। তোমরা কাঁাদলে আমাদের চোখের জল মুছে দেবে কে? তোমাদের পরবর্তী শিকারের আশায় রইলাম। ধন্যবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আপনাদের তিনও জনকে। অন্তত ক্রিকেটের বিষয়ে আপনাদের মধ্যে যেন কোন বিরোধ না রেখে একই মাঠের গ্যালারিতে উপস্থিত হওয়ার জন্য।

যে কাজ দেশের অনেক বড় বড় জ্ঞানী, গুনী মানুষ পারেনি, সংসদের স্পীকারও ব্যর্থ হন, সে কাজটা আমাদের ক্রিকেটারগন তাদের অজান্তেই করে দেখালেন। প্রসংগত, আমি গত ২ দিন আগে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রন জানিয়েছিলাম খেলা দেখতে আসার (সামুতে)। কে জানি আমার লেখাটি উনার কোন দলের কেউ পড়েছেন কিনা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।