আমি কবিতা পড়তে ও লিখতে খুব ভালবাসি। কিছুতেই মন শান্ত হচ্ছে না।
শুধু কাঁন্না আসছে বুক ভেঙ্গে।
কাঁন্নাও করতে পারছি না।
মানতেও পারছি না এই পরাজয়।
খুব বিশ্বাস করেছিলাম আজ মোরা জিতবই।
আজ বাংলার প্রতি প্রাণে বয়ে যাবে আনন্দের ঘন জোয়ার।
সবাই মিষ্টি মুখ করব,অপরকে করাব।
খুব আনন্দ করব,হাসব,গাইব।
সব তার মাটি হয়ে গেল।
আর যেন সেই সাথে এই বুকের মন নরকের কুন্ডলী হল।
এখন আমার প্রাণের চারী দিকে আগুন।
খুব কাঁন্না করছে প্রাণটা আমার সেই আগুনে জ্বলে।
জ্বলছে,পুড়ছে,আর হাউমাউ করে বলছে।
ওরে তোরা কাঁদিস না কেউ
বুক ভাসাছ না দুই চোখের জলে
দামাল ছেলের কামানটা একটু গিয়াছিল থুবরে।
এই পরাজয় নয় পরাজয়,জয়ের পূর্ভাবাস।
আজকের পরাজয়রা আগামীতে বিশ্ব করবে জয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।