আমি একজন ই-পীর বাংলাদেশ জিতবেই। আর কোনো কারনে যদি নাও জেতে তবে লড়ছে সাধ্যমতন, আর কি চাই? ওরা আজ আমাদের একটা বড় উৎসব দিয়েছে, মোড়ে মোড়ে জনতা প্রজেক্টর, টিভি নিয়ে একসাথে, একধরনের ঈদ ঈদ ভাব, রাস্তার একটু পর পর ডেগচি বসেছে পিকনিক আমেজ নিয়ে। এসবই বা কম কি? গো এ্যাহেড টিম টাইগার্স! জাষ্ট ফাইট ব্যাক। আর কিছুই চাই না, যাষ্ট ফাইট ব্যাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।