আমাদের কথা খুঁজে নিন

   

যা কিছু চুরি যায় গিন্নি বলেন- কেষ্টা বেটাই চোর

মুক্ত মন....সারাক্ষণ ....''যা কিছু চুরি যায় গিন্নি বলেন- কেষ্টা বেটাই চোর।'' তেমনি আম্রিকা আমাদের জি এস পি সুবিধা বাতিল করার সাথে সাথে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বিরোধী দলীয় প্রধানকে উদ্দেশ করে বললেন, উনি মি. ওবামাকে জি এস পি সুবিধা বন্ধের জন্য চিঠি দিয়েছেন। তাই আমাদের জি এস পি সুবিধা বন্ধ করা হয়েছে। আমি নিউজটা পড়ে হাসলাম। হা হা হা। মি. ওবামা দেখি আমাদের বিরোধী দলীয় প্রধানের কথায় উঠেন আর বসেন! তাহলে এমন নেতাই সারা বিশ্বের দরকার, যার কথায় খোদ আম্রিকার প্রেসিডেন্টও কান ধরে উঠ বস করেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।