আমাদের কথা খুঁজে নিন

   

জমি, ফ্লাট ও স্বর্ণের চাইতেও ফাইনালের টিকিটের দাম বেশি ।

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। টিকেট নাই, টিকেট নাই। ফাইনালের টিকেট নাই । । ।

। বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে উন্নিত হওয়ায় মাঠে গিয়ে ফাইনাল খেলা দেখার জন্য সবার ভেতরে দারূন উৎসাহ দেখা যাচ্ছে। সবাই হন্নে হয়ে টিকেটের সন্ধান করছে। যেভাবেই হোক একটা টিকেট দরকার। কিন্তু অনেক আগেই ফাইনাল খেলার টিকেট আউট অফ মার্কেট।

যাদের কাছে এক্সট্রা টিকেট ছিল তারা লাভের আশার চড়া দামে বিক্রি করছে। ২০০ টাকার টিকেট বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। ৪০০ টাকার টিকেট ৩০০০ টাকা। ৫০০০ টাকার কর্পোরেট লাউঞ্জ টিকেট বিক্রি হচ্ছে ২০০০০ টাকায়। খুবই অবাক করার মত খবর !!!! বোঝাই যাচ্ছে বাঙালিদের মনে প্রাণে আজ যায়গা করে নিয়েছে ক্রিকেট।

আমার এক সহকর্মী এক ব্যাংকের সৈজন্যে ৫০০০ টাকা মূল্যের কর্পোরেট লাউঞ্জ টিকেট পেয়েছেন। অনেকে তার ৫০০০ টাকা মূল্যের টিকেট ২০০০০ টাকা দিয়ে কিনতে চাচ্ছেন। কিন্তু তিনি কোন কিছুর বিনিময়েই টিকেটটি ছাড়তে চান না। এরকম অনেক ক্রিকেট পাগলরাই আজ গ্যালারি মাতাবেন। মাতিয়ে রাখবেন আমাদের টাইগারদের।

তাদের অনুপ্রেরণায় আমাদের দামাল ছেলেরা এগিয়ে যাবে অদম্য সাহসে। ছিনিয়ে আনবে কাঙ্খিত বিজয়। গর্জে ওঠো বাংলাদেশ । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।