প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা ডেভ হোয়াটমোর। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। এবারের এশিয়া কাপে পাকিস্তানের কোচ হয়ে এসেছেন। সম্প্রতি টেলিগ্রাফকে দিয়েছেন একান্ত সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ - পাঁচবছর পর কোনো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন, কেমন লাগছে? হোয়াটমোরঃ আমি খুব বেশিদিন দূরে ছিলামনা এবং আসল জায়গায় ফিরে আসতেও খুব বেশি সময় লাগেনি.... আমি ইতিমধ্যে কয়েক বছর জাতীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছি (দুইবার শ্রীলংকা ও একবার বাংলাদেশের), যেটা আমাকে সাহায্য করবে। তবু, কোনো চাপ নেই? হোয়াটমোরঃ (প্রশ্ন শুনে কিছুক্ষণ হাসলেন) ভালো, আমি সেখানে যোগদানের সময় কিছুটা চাপে ছিলাম, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ছেলেরা খুব আন্তরিক। সিদ্ধান্ত নেওয়াটা কি কঠিন ছিলো? পাকিস্তান, সব মিলিয়ে, কোচের পর কোচ বিদায় দিয়েছে...... হোয়াটমোরঃ এর উত্তরে ছোট করে বলি, না। হ্যা, এই সময়ে কোনদল পাকিস্তান সফরে আসতে চাচ্ছেনা, কিন্তু এর (ক্রিকেটের) সম্বৃদ্ধ অতীত আছে.... এটা কঠিন সময়, কিন্তু পাকিস্তান ম্যাচ আয়োজন করছে, যদিও সেটা বিদেশের মাটিতে। বাকিটুকু পড়ুন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।