প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ কিছু পায়। ক্ষমতায় এলে আমরা আন্তর্জাতিক পুরস্কার পাই, বিএনপি পায় তিরস্কার। হত্যা, খুন, জঙ্গিবাদ, বোমা হামলা, বাংলা ভাই ও লুটতরাজ ছাড়া আর কিছুই দিতে পারেনি তারা।’ আজ বুধবার বিকেলে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২৫ হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছিল। তারা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আশ্রয় নিয়েছিল। ওদের নির্যাতন থেকে রেহাই পাননি সংবাদকর্মীরাও।X# আজ বুধবার বেলা পৌনে ১১টায় বরিশাল আধুনিক নৌবন্দর ভবন উদ্বোধন, মেরিন একাডেমি এবং বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।