আমাদের কথা খুঁজে নিন

   

আজব বিজ্ঞপ্তি

কয়েকদিন আগে পল্টনের একটি ব্যস্ততম বিল্ডিংয়ে গিয়েছিলাম। সেখানে নিচতলায় একটি নোটিশ দেখে আক্কেলগুড়ুম হয়ে গেলো। নোটিশটি একবার দেখুন পল্টন এমএলএম ব্যবসার খুবই উর্বর ভূমি। এখানে বেশ কয়েকটি এমএলএম কোম্পানির ব্যবসা ধুমছে চলে। ডেস্টিনি তাদের অন্যতম।

শুক্রবার এলে পল্টনের হোটেলগুলোতে টাই পরা চ্যংড়া-বুড়োদের ভিড় বেড়ে যায়। পকেটে টাকা থাক বা না থাক- চকচকা জুতা-জামা পরে একখানা বাহারি টাই পরে অর্থান্বেষী তরুণরা বুকপকেটে কোটি টাকার স্বপ্ন নিয়ে ঘুরাফেরা করে। একদিন এক বাচ্চা ছেলেকে দেখলাম, বয়স বড়োজোর ১৬-১৭ হবে, ঢোলা শার্ট প্যান্টে গুজে একখানা দশাসই টাই পরে হোটেলে ঢুকেছে। তাকে দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। আরেকদিনের ঘটনা।

সকালবেলা নাশতা করতে গেছি। এক ভদ্রলোক পাশের টেবিলে বসে আছেন। ওয়েটারকে কিছু একটা অর্ডার দিয়েছেন। আনতে একটু দেরি হচ্ছে বা ওয়েটার তার দিকে খুব একটা খেয়াল দিচ্ছে না-এমন একটা কন্ডিশন। ভদ্রলোক সম্ভবত রগচটা ছিলেন।

ওয়েটারের খামখেয়ালি দেখে খেপে গিয়ে বললেন, ওই ব্যাটা! আমারে দেখতে কি ডেস্টিনি মনে অয়? দুনিয়ার সবাইরে ডেস্টিনি মনে করো? বেয়াদব, মানুষ চিনবার পারো না? ... সুতরাং ছবির বিষয়বস্তু বুঝতেই পারছেন!!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।