সাধারণ মানুষের সাধারণ কথা। ফ্রি টিকিটে বহর নিয়ে বিদেশ সফর হলো না বিমান বাংলাদেশের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদের। বিমানকর্মীদের বাধার মুখে শেষ পর্যন্ত নগদ টাকায় টিকিট কিনে বিদেশ যেতে হয়েছে তাকে। বিমানের ৪০ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটল বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র জানায়, গত রাত সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে জেদ্দার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিমান চেয়ারম্যান। কিন্তু পাঁচ সদস্যের ফ্রি টিকিট দেখে বিমানকর্মীরা তাদের যাত্রায় বাধা দেন। তাদের বলা হয়, নগদ টাকায় টিকিট না করলে জেদ্দা যেতে দেওয়া হবে না। বিমানকর্মীদেরএমন বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত রাত ৮টার দিকে বিমান চেয়ারম্যান নগদ টাকা দিয়ে সবার টিকিট কাটেন। এরপর রাত সাড়ে ১০টায় তারা যাত্রা করেন জেদ্দার উদ্দেশে।
চেয়ারম্যানের সঙ্গে অন্য সফরসঙ্গীরা হলেন তার স্ত্রী তহোরা জামাল, ছেলে জিএমজি এয়ারলাইন্সের ক্যাপ্টেন জুবায়ের আহমেদ, তার স্ত্রী আসিফা খান এবং তাদের ছেলে আবদুল্লাহ জুবায়ের।
বিমানের রুলস অনুযায়ী পোষ্যরা ফ্রি টিকিট পেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির বয়স ২৪-এর কম হতে হবে। কিন্তু জুবায়ের আহমেদের বয়স তার অনেক উপরেই শুধু নয়, তিনি বেসরকারি এয়ারলাইন্সের একজন ক্যাপ্টেনও।
বিমান বাঁচাও আন্দোলনের একজন নেতা জানান, তারা বিকালেই জানতে পেরেছেন বিমান চেয়ারম্যান পরিবারের সদস্যদের নিয়ে বিমানের রাতে ফ্লাইটে ফ্রি টিকিটে জেদ্দা যাচ্ছেন।
এরপর থেকেই বিমানকর্মীরা দ্রুত তার যাত্রায় বাধা দিতে তৎপর হয়ে ওঠেন। ওই নেতা আরও বলেন, তারা বিমান বাঁচাও আন্দোলন শুরু করার পর থেকে ঘোষণা দিয়েছেন বিমানের পরিচালনা পর্ষদের কোনো সদস্যকে বোর্ড না ভাঙা পর্যন্ত কোনো রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে না।
সূত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।