আমাদের কথা খুঁজে নিন

   

এক কোলকাতার দাদা বলছেন এটা না-কি ম্যাচ ফিক্সিং ছিল!!

আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার।" সূরা আল মায়েদা - ৯০ দাদা কিছুতেই মেনে নিতে পারছেন না যে তারা ম্যাচ থেকে আউট হয়ে গেছেন। তিনি আমার ফেসবুকে এসে বলছেন এটা নাকি ম্যাচ ফিক্সিং গেম। শ্রীলংকা না-কি খুব লেজি এবং ইচ্ছা করে সব ক্যাচ ছেড়ে দিয়েছে! আমি বললাম "দাদা আমি বুঝতে পেরেছি আপনার মনে অবস্থা, ভারতকে হারানোর গেমটাও কি ম্যাচ ফিক্সিং ছিল?" দাদারা খুব দুশ্চিন্তায় আছে, অনেক চেষ্টা করেছিল ফাইনালে যাওয়ার কিন্তু পারে নাই। দাদাদের বলি, "দাদা ফাইনালে জিতলে আমি কিন্তু আপনাদের একটা নাড়ু আর এক কাপ চা খাওয়াবওওওওওও, সবটুকু নাড়ু কিন্তু খেতে হবেএএএএ" দাদা, "আমাদের দেশে কিন্তু একবার এসে এক বেলা দু'মুঠো ভাত খেতে হবে মাছের মুড়োটা কিন্তু আপনার পাতে দিবওওওওওওও, না খেয়ে কিন্তু যেতে পারবেন না"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।