মিথ্যেবাদী নই, প্রেমিক আমি ! ধীর পা, পায়ে পায়ে শেষ বসন্তের হাঁটা রেখেছি পকেটে হাত, যে পকেট ফাঁকা, ইলষে-গুরি, শ্বেত-হিম, ঝরা বরষা রাখে তারে আগলিয়ে, আশা-নিরাশা । আছে মোর বসন এক আর চামড়ার জুতা ক্ষণে ক্ষণে কান্না জমায় তাতে বৃষ্টির ফোঁটা, জীবন জীবন বলে বলে জীবনকে দেখা হয়েছে এরুপ সান্নিধ্য, বরাবরই একা ! হাঁটি আমি, ভেজা পথ, ক্ষমা তৃপ্তি হীনা ভাবনাগুলো ছাড়িয়ে যায় দৃষ্টির সীমা, দূরের, ওই দূরের আলো জ্বলছে যখন মনের আধারে বয়ে যায় বৈশাখী পবন । এমন করে, যত্ন গড়ে যেইনা ফিরে যাওয়া দেখি মোর, শূন্য ভোঁর শূন্যতায় ছাওয়া ! বক্র হয়ত, নয়ত সরল, শুধুই মনে করা আমার দিক, সদাই বিদিক, ছাই হয়ে পোড়া ... ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।