আমাদের কথা খুঁজে নিন

   

আজ কবিগুরুর ১৫২তম জন্মদিন-- কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের বাবা দাদাদের কথা

মানুষকে ভালবাসি। কলকাতার রামমনি আর রামলোচন দুই ভাই। বেশ বড়লোক। রামলোচনের কোন পুত্র ছিল না । তিনি তার ভাই রামমনির ২য় ছেলে দ্বারকা নাথকে দত্তক নেন।

১৮০৭ সালে রামলোচন মারা গেলে ১০ বছর বয়সেই দ্বারকানাথ কাকার বেশ বড় আকারের সম্পত্তি সহ বহরমপুর আর কটকের জমিদারী পেয়ে যান যেটা তিনি নিজ বুদ্ধি আ র মেধা শক্তির বলে আরো অনেকগুন বৃদ্ধি করেন। ইনিই মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরই হলেন কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর্দা বা দাদা। ১৮১১ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিয়ে করেন ৯ বছর বয়সী দিগম্বরী দেবীকে। তাদের ১ মেয়ে আর ৫ ছেলে ছিল। তাদের একজন ছিলেন দেবেন্দ্রনাথ যিনি পরবর্তিতে কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৮৫৮)।

প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ৪২ বছর বয়সে মারা যান। তার সন্তানাদির নাম আর কিন্চিৎ পরিচয় ক্রমানুসারে নীচে দেখুন: ১। কন্যা: শিশুকালেই মারা যান। ২। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪০-৯১২৬): পন্ডিত ।

৩। সত্যেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪২-১৯২৩): সরকারী আমলা। ৪। হেমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪৪-১৮৮৪): বিজ্ঞানী। ৫।

বীরেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪৫-১৯১৫): ৬। সৌদামিনী দেবী: (১৮৪৭- ১৯২০): ৭। জোতিরিন্দ্রণাথ ঠাকুর ১৮৪৮- ১৯২৫): পন্ডিত, নাট্য ব্যাক্তিত্ব। ৮। সুকুমারী দেবী: ১৮৪৯- ১৮৬৪): ৯।

পুন্যেন্দ্রনাথ ঠাকুর ১৮৫০-১৮৫১): ১০। শরৎকুমারী দেবী। (১৮৫৬- ১৯২০): ১১। স্বর্ন কুমারী দেবী। (১৮৫৮- ১৯৩২): ১২।

বনকুমারী দেবী। (১৮৫৯- ১৯৩৪): ১৩। সৌমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬০-১৯২৩): ১৪। রবীন্দ্রনাথ ঠাকুর: (১৮৬১- ১৯৪১): নোবেল জয়ী বিশ্ব কবি। ১৫।

বুধেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬৩- ১৮৬৪):  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।