আমাদের কথা খুঁজে নিন

   

এই বর্ষায়

শাফিক আফতাব এই বর্ষায় তোমাকে পাবোনা। কেনো না তুমি এখন রাজনীতি করো তোমাকে মিটিং মিছিলে সর্বদা রাজপথ গরম রাখতে হয় তোমার আর ব্যক্তি জীবন বলে কিছু নেই সামাজিক জীবনই তোমার জীবন তুমি আর্তের মুখে হাসি ফোটায় নিরন্ন মানুষের অধিকারের কথা বলো, দীর্ঘ ভাষণ দাও রাস্তাঘাট ঠিক করো, কালভার্ট নির্মাণ করো মসজিদ মন্দির মেরামত করো, তুমি এখন তরুণ সমাজের মুখপাত্র। তোমার রাতবিরাত নেই, তুমি অবিরাম চলছো, নববঁধুর নরম তুলোর বিছানা থেকে গুঁদরি কাঁথায় সখিনা আমিনারা কেমন থাকে তারও খোঁজ নাও অথচ আমার রাত নিঃসঙ্গতায় কাটে। যদিও বুক ফাটে, চিমচিম করে, টগবগ করে, তবু আমি তোমাকে কিছু বলিনা, বলতে চাই না কেনোনা রাজনীতি বড় কঠিন জিনিশ দেশসেবা আরও। দেশের জন্য নিবেদিত প্রাণ তোমার। সবই ঠিক ছিলো কুতুবালী মেম্বার ! জেলা সদরের পত্রিকায় আজ তোমার নাম ফলাও করো ঘোষণা করেছে তুমি নাকি পরকীয়া শয্যায় ব্রীজ মেরামতের কাজ করো, জলপ্রপাতে গা ভাসাও, পৃথিবীর নরম গহবর থেকে তুলে আনো মুক্তার দানা সারারাত্রি নাকি বাজাও তানা না তানা না। এই বর্ষায় তোমাকে পাবো না আর কেনো নো দুশ্চিত্রের জন্য তোমাকে আমি কাজীরগাও কাজী কাকার কাজী অফিসে ডিভোর্স দিয়েছি। দেনমোহরের টাকা মাফ করে দিয়েছি। ২৯.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।