আমাদের কথা খুঁজে নিন

   

সাম ইয়াং এনারজেটিক প্লেয়ার সেইভড বাংলাদেশ ।

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু যা ভাবছিলাম ঠিক তাই হয়ে গেল। টাকার বস্তার চিন্তায় হয়তো ইন্ডিয়ার অনেক জুয়াড়ীর ঘুম কয়েকদিনের জন্য হাওয়া হয়ে গেল। আপাতত ফাইনালে বসে পাকিস্তানের জয়ের জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই থাকল না। এখন ভাবছি পাকিস্তানও কাজটা মন্দ করেনি। যদি কিছু নিয়েই থাকে সেতো ভালোই করেছে ।

ফাউ ফাউ কিছু পেলে মন্দ কোথায়? আমার আপত্তি অন্য জায়গায় । বারবার ই বলতে শুনছি সাম ইয়াং প্লেয়ারের গুনগানের কথা । আরে বাবা আমি বলি সাম কোই এতো পুরোই একটা ইয়াং প্লেয়ারের টিম। আর আমার দেখামতে আজ তো দু একজন ভালো খেলেনি । প্রায় সবাই একে অপরকে সাপোর্ট দিয়েছে।

এক্কেবারে বাঘের বাচ্চা। এখন দরকার ইন্ডিয়ানরা প্লেনে উঠেছে কিনা সে খবর টা নেয়া। আর পাকিস্তানকে জানিয়ে দেয়া যে ফাইনালটা রক্তারক্তি না হলেও ধস্তাধস্তি কিন্তু কম আশা করা কোন ভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। গুডলাক বাংলাদেশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।