আমাদের কথা খুঁজে নিন

   

কথা সাহিত্যিক আনিসুল হকের উদ্দেশ্যে মিল্টনের একটি উক্তি উৎসর্গঃ " অসৎ ও চরিত্রহীন ব্যক্তিরাই ভদ্রতার মূখোশ বেশী পড়ে থাকে "।

I never knew how to worship until I knew how to love. জনাব আনিসুল হক আমার প্রিয় একজন লেখক ছিলেন। আমি মনে করতাম উনি উনার কলামে লিখনির মাধ্যমে দেশের অরাজকতা, সন্ত্রাস, দুর্নীতি নিয়ে করবেন, কিন্তু না, উনি আসলে "যেদিকে ছাতা সেদিকে মাথা" নীতিতে বিশ্বাসী। ঊনি বাংলাদেশের সংসদে সম্প্রতি ঘটে যাওয়া বাক-বিতণ্ডা নিয়ে বলেছেনঃ "বি.এন.পি র একজন সংসদ, যার নাম মনে রাখার প্রয়োজন ও বোধ করি না"-- উনার কথা নাকি প্রকাশের মত না এত অশ্লীল, কুরুচিপুর্ন। আর আওয়ামিলীগ যখন রামদা নিয়া মানুষ, ছাত্র খুন করে, ১২ই মার্চ উপলক্ষে সরকার যখন ৩ দিন ঢাকা অচল করল, মানুষের ভোগান্তি করল, নির্যাতন করল তখন আনিসুল হক সাহেব এর প্রতিবাদি কলম কোথায় ছিল? নাকি ওই সময় উনি ঢাকা ক্লাবে অবসর কাটাচ্ছিলেন? কিছু সুশীল মানুষ সংসদে অশ্লীল গালিগালাজ সংক্রান্ত ঘটনায় ইয়াহা ইয়াহা ভাব মূলক বক্তব্য দিচ্ছেন এবং পত্রিকায় কলমা লিখতেছেন, ওনারা লজ্জায় শেষ আহা কি লজ্জা!, যে জায়গা সকল প্রকার দূর্নীতি-অনিয়ম, গুণ্ডা-পান্ডা ও সন্ত্রাসের আশ্রয়-প্রশ্রয় দাতা সেখানে যে গালাগালি মারামারা কম হয়, এমনকি যেখানে এদের স্পীকার হত্যার অতীত ঐতিহ্য থাকার পরও এখন পর্যন্ত কোন প্রকার সংঘর্ষ যে হয় নি, তা-ই অনেক অবাক করা বিষয় । ইউক্রেনের সংসদে মারামারি।

পোলান্ড,ইউক্রেন,দক্ষিণ কোরিয়া, ফ্রান্সের মত দেশে পার্লামেন্টে অশ্লীল গালা-গালি ব্যক্তিগত আক্রমণ অনেক বেশী বেশী হয় এমনকি ওরা মাঝে মাঝে সংসদে বক্সিং ও চর্চা করে । তারপর এদের সংসদ্য সদস্যরা অনেক অনেক বেশী সৎ এবং আমাদের চেয়ে হাজারগুন কম দূর্নীতি গ্রস্থ আর জনগণের প্রতি অনেক অনেক বেশী মানবিক । মিল্টনের একটি উক্তি আছে " অসৎ ও চরিত্রহীন ব্যক্তিরাই ভদ্রতার মূখোশ বেশী পড়ে থাকে "। কোরিয়ার সংসদে মারামারি। তাই দূর্নীতি গ্রস্থ দেশের পার্লামেন্টে এই রকম ঘটনা না ঘটাই খুবই অস্বাভাবিক ।

এই রকম ঘটনা যত ঘটতে থাকবে আমি তত খুশি হব কারণ আমি চিনতে পারবো ভদ্রতার মূখোশধারীদের । ফ্রান্সের সংসদে মারামারি। বাংলাদেরশের সংসদে উত্তপ্ত বক্তব্য নিয়ে একটি দৃশ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।