আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আজকের বৃষ্টিকে আশীর্বাদ ভাবি ।

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আমি একটা ব্যাপার বুঝতে পারছিনা । বৃষ্টিকে সবাই খারাপভাবে দেখছে কেন? খেলার সর্বশেষ খবর হলঃ রাত ৯ টা ৩০ মিনিট এর মাঝে বৃষ্টি না থামলে আজ আর খেলা হবেনা । এই খেলার বাকি অংশ আগামীকাল হবে । প্রতিটি ম্যাচের মাঝে অতিরিক্ত সময় রাখা হয়েছে এজন্যই । তাই, আমার মনে হয় বৃষ্টি না থামলে ক্ষতি নেই ।

বরং না থামলে বাংলাদেশের টাইগারেরা আজ শান্তির ঘুম দিয়ে ফিল্ডিং এর ক্লান্তি দূর করে আগামীকাল সকাল সকাল ভালো করে ব্যাটিং করে সহজেই জিতে যেতে পারবে । সুতরাং চিন্তার কিছু নেই । দুনিয়া উলটিয়ে গেলেও বাংলাদেশ এই ম্যাচ জিতবেই । ফাইনালে যাবেই । ভারত দলকে বলছি, দাদারা যাচ্ছেন কবে? কালকেই? থাকেন না আরেকটা দিন ।

আমাদের আতিথেয়তা আরও একদিন উপভোগ করে যান । কেঁদে আর লাভ কি বলেন ? টাইগাররা যখন শিকারে নামে, কাউকে ছাড় দেয়না । এই মাত্র জানতে পারলাম রাত ৮ টায় খেলা শুরু হবে । টাইগারদের সাথেই থাকুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।