আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার। " সূরা আল মায়েদা - ৯০ আমি রাজনীতি করি না, আমার দৃষ্টিতে উপযুক্ত কেহই নাই এই ধরনীতে। সবার ধন্দা "নোট পোট খাও" সে যে-ই আসুক দেশ চালাতে। আওয়ামী আর বিএনপি একই মূদ্রার এপিঠ ওপিঠ।
কার কতোটুকু দেশপ্রীতি আছে তার ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার।
কোন এলাকা যদি বিএনপি অধ্যুষিত বা আওয়ামী অধ্যুষিত হয় সেখানে পার্টি ক্ষমতায় না থাকলে কোন উন্নয়নের ছোঁয়া লাগে না। আবার আওয়ামীলীগ যদি কোন কাজে হাত দিয়ে অসমপ্ত রেখে ক্ষমতা ছেড়ে চলে যান এবং পুনরায় ক্ষমতায় আসতে না পারেন তাহলে উক্ত কাজ ফাইলের নীচে ধামা চাপা হয়ে যায়। ঠিক তদ্রুপ বিএনপিও যদি কোন কাজ অর্ধসমাপ্ত রেখে যায় আওয়ামীলীগ সেদিক তেমন ভ্রুক্ষেপ করেন না। বিশেষ করে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট বা কোন এলাকার উন্নয়ন মূলক কাজে এমন নজীর আমাদের কাছে খুব একটা নতুন কিছু নয়।
যাই হোক, এটা কখনোই দেশ প্রীতি হতে পারে না। আমার এক আমেরিকান বায়ার একবার এসে আমাকে প্রশ্ন করেছিল তোমাদের দেশের প্রধান মন্ত্রীর ছেলে মেয়ে কয়জন এবং তারা কোথায়? উত্তর শুনে এক বাক্যে সে বলল, তোমাদের নেত্রী কখনোই দেশ প্রেমিক নন, যদি হতো তাহলে ছেলে মেয়েদের দেশের বাইরে রাখতো না।
আসল প্রসংগে আসা যাক; গত পরশু ভারত পাকিস্তানের খেলা দেখছিলাম। আমার পাশে বেশ কয়েকজন চেনা মুখের আওয়ামীলীগার বসে ছিলেন। আমি জানি আওয়ামীলীগার প্রচন্ড রকমের পাকিস্তান বিদ্বেষী।
কিন্তু তার মাত্রা যে এতো তা আগে বুঝতে পারি নাই। এশিয়া কাপে দেশকে ফাইনালে দেখার জন্য গত ম্যাচে পাকিস্তানের জেতাট বেশ জরুরী ছিল। দেশের স্বার্থে আমারা সকলেই পাকিস্তানকে সাপোর্ট করি, ভারতের প্লেয়ার আউট হলে মন খুশিতে নেচে ওঠে, ছক্কা পিটালেও আনন্দ পাই। কারন একটাই "আমার বাংলাকে ফাইনালে খেলতেই হবে" কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, আমার পাশের আওয়ামী সাপোর্টারকে কখনো হাত তালি দিতে দেখলাম না পাকিস্তানের ব্যটিং করার সময়। উল্টে ভারতের খেলা বিমুগ্ধ হয়ে দেখতে লাগলেন আমার ভাইজনগণ।
মাঝে মাঝে হাত তালিও দিতেও ভুল করছিলেন না।
আমি অবাক না হয়ে পারলাম না। এরা কি আসলেই দেশকে ভালোবাসে?
আজকে ফেসবুকে ছবিটি পেয়ে বুঝতে পারলাম সব জায়গার চিত্র প্রায় একই।
শুধু ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষন মাইকে বাজালেই দেশ প্রেমিক হওয়া যায় না; দেশকে ভালোবাসতে হলে প্রতিটা কাজের মাঝে তা ফুটিয়ে তুলতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।