আমাদের কথা খুঁজে নিন

   

অতি সূঁচালো চিকন খাজুর কাঁটা।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। তপ্ত বালুতে দীপ্ত দন্ডনে জনৈক যুবা সেথা করিলেন হিসি কিয়দক্ষণ পরে আসিলেন হেতায় এক ভ্রান্ত প্রবন্চিত মনিষী চিন্তা করিলেন বালুতে গর্ত মরু ঝড় নাহি,ইহা হইলো কেমনে মনিষী ভুলিলেন কোথা হইতে তিনি নিজেই এখানে না আসিলো স্মরণে। বিচলিত হইয়া মনিষী সেথায় করিলেন দিবা পার ক্ষুধার কষ্ট বাড়িতে লাগিলো না করিলেন কিছু আহার। ত্বষ্না বাড়িলে কিয়দক্ষণ পরে পানির ঘটি লইলেন জলপানে ক্ষুধাতুর হইয়া আপাত তৃষ্না নিবারণ করিলেন। নিম্নাগ্নে চাপ বাড়িলে মনিষীও করিলেন তপ্ত বালুতে হিসি, এবার একি রকমের পাশাপাশি দুই বালুকা গর্ত দেখিয়া পুলকিত মনিষী নিজের বুদ্ধিতে তৃপ্ত হইয়া মনিষী ধরিলেন পথ মরুর বালুকায় মূত্র ছাড়িয়া মনিষী বুজিলেন বুদ্ধির কেরামত। বাটিতে গিয়া কলম লইয়া লিখিলেন বুদ্ধির ইতিকথা পত্রিকার সম্পাদক ভাবিলেন-আহারে ইহাইতো গ্যানের মর্মকথা। এবার মনিষী সম্পাদক বুদ্ধিজীবী সাজিয়া সরকারের ঘাড়ে চাপিলেন বালুকা মুত্র লইয়া ঘুটুনি দিয়া সোনার দেশ বানাইবার পণ করিলেন। এমন অনেক মনিষী গ্যানি আজি নিজের গরীমায় ত্বপ্ত মুত্র গবেষণা ফলাইয়া যারা বুদ্ধিজীবী সাজিয়াছে তাহারা বড়ই অভিশপ্ত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।