টেকনোলজি ভালোবাসি বেশি বেশি টেকনোলজিকাল পোস্ট চাই.
অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আজ সোমবার মামলাটি করেন তৌকীরের মেজো বোন তানজিন হায়দার।
ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন বাদী তানজিনের জবানবন্দি গ্রহণ করেন। আগামী ৪ এপ্রিল তৌকীর ও বিপাশাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়, সুইডেনপ্রবাসী তানজিন হায়দারকে তৌকীর আহমেদ ও শারমিন হায়াত বিপাশা একটি কোম্পানি গঠনের প্রস্তাব দেন।
পরে তাঁরা নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার লিমিটেড নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এরপর তানজিন হায়দার পুঁজি বিনিয়োগ, জমি ক্রয়, রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার নির্মাণের জন্য তৌকীর ও বিপাশাকে এক লাখ ৭৭ হাজার ৪৮২ মার্কিন ডলার এবং নগদ ১৫ লাখ টাকা দেন। ওই টাকা থেকে তৌকীর প্রথমে এক লাখ ৬৮ হাজার ৯৮০ ডলার এবং পরে আট হাজার ৫০২ মার্কিন ডলার নিজের অ্যাকাউন্টে জমা করেন।
অভিযোগে বলা হয়, জমি ক্রয়, রিসোর্ট ও কনভেনশন সেন্টার নির্মাণসহ বিভিন্ন বিষয়ে হিসাব চেয়ে গত বছর ৩০ নভেম্বর নোটিশ পাঠানোর পরও কোনো সভা না ডাকায় বাদী খোঁজ নিয়ে জানতে পারেন, তৌকীর ও বিপাশা জমিসহ সবকিছু নিজেদের নামে করে নিয়েছেন।
তৌকীর আহমেদ গত রাতে ফ্যাক্সের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আমার ও আমার স্ত্রী বিপাশা হায়াতের বিরুদ্ধে আমার মেজো বোন তানজিন হায়দার একটি ফৌজদারি মামলা করেছেন।
এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের পুরো পরিবারকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে। পারিবারিক বিষয় প্রচারমাধ্যমে টেনে আনাকে আমরা মোটেই সমর্থন করি না। এই মিথ্যা, অসত্য ও মানহানিকর মামলাটি আমরা প্রচারমাধ্যমে নয়, আইনগতভাবে মোকাবিলা করব। সূত্র প্রথম আলো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।