আমাদের কথা খুঁজে নিন

   

তেল মাথায় তেল দেওয়ার মত এখন কমেন্টের মাথায় কমেন্ট দেওয়া

আরেকটি হাবি জাবি ব্লগ!! যাদের পোস্টে কমেন্ট রয়েছে সবাই আবার তাদের পোস্টেই কমেন্ট করে। পারলে কয়েক বারই করে। আর যাদের পোস্টে কোন কমেন্ট নেই তাদের পোস্ট সব সময় খালি মাঠের মত ফাকা পড়ে থাকে। আর নতুন ব্লগারদের ক্ষেত্রে এটা একটু বেশি। পুরাতন ব্লগারদের পোস্ট অনেকেই খুজে খুজে পড়ে, তাদের অনেক ফ্যান থাকে।

তারাই বিভিন্ন মন্তব্য করে। আর এতে তাদের ব্লগ লেখা সার্থক হয়ে উঠে। কিন্তু যারা নতুন তাদের অনেক ভালো লেখা লিখলেও মন্ত্যব্য পায় না। অনেক সময় ইচ্ছে যাগে এ ব্লগে একটা মন্তব্য দেবো কিন্তু গিয়ে দেখি কোন মন্তব্য নেই তাই নিজের ও দিতে ইচ্ছে করে না। আবার যাদের পোস্টে অনেক গুলো মন্ত্যব্য কিন্তু পোস্ট ভালো নয়, তখন নিজের অনিচ্ছা সত্ত্বেও অন্যদের মন্ত্যব্য দেখে নিজেও একটা দিয়ে আসি।

তাই না? মনে হয় এটাকেই বলে তেল মাথায় তেল দেওয়া। কিন্তু যারা প্রকৃত লেখক তাদের কথা না বললে কেমন কেমন করে, তাই লিখি একটুঃ লেখাটা হচ্ছে নাকি প্রসব বেদনার মত। আমি তো মেয়ে না যে প্রসব বেদনা বুঝব তাই আমি এর সাথে তুলোনাও দিতে পারি না। তবে মাথায় যদি কোন লেখা আসে, আর তা যদি না লিখতে না পারেন তাহলে মনে হয়না আপনাকে কেউ সুঁই দিয়ে খোচা দেয়? এমনই তো মনে হয় আপনার তাই না? [ প্রকৃত লেখকেরা নিজেদের সান্তনা দিতে পারবেন এবার থেকে যদি কোন মন্তব্য না পান ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।