আমাদের কথা খুঁজে নিন

   

এই হল অবস্থার খোজ খবর। (ফান)

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু আমারই এক বন্ধু একটু কেমন যেন। কখন ও মনে হয় সে বন্ধু আবার কখনো মনে হয় সে বন্ধু নয় অপরিচিত কেউ। তার স্বভাবটাই এমন। আজ দেখা হয়েছে তো চিনবে,আবার কাল চিনবে না। আমি ভাববো কাল হয়তো আমাকে চিনবেনা ,অথচ কাল ঠিকি আমাকে চিনে ফেলবে ।

আর বলবে -কিরে আমাকে দেখেও না দেখার ভান করলি কেন? বুঝেন অবস্থা। হয়তো অন্যদিন আমি যাব ,গিয়ে বলব কিরে দোস্ত কি খবর? সে আমাকে অতিক্রম করে চলে যাবে। আমি বেকুব বনে যাব। তাই আমি ঠিক করলাম এই পাগল বন্ধু কে এড়িয়ে চলাই ভাল। তাই তাকে এড়িয়ে চলতে শুরু করলাম।

প্রথম দিকে ভালই এগুচ্ছিলাম ,সেও আমাকে চিনল না আমিও না। একদিন সে আমাকে চিনল আমি মোবাইলে কথা বলতে বলতে মানে ভান করে চলে গেলাম। সে আর হাক ডাক দেয়ার টাইম পেলো না। কিন্তু তারপরেও মাঝে মাঝে মনোমালিন্য হয়েই আসছিল। তাই আমি (প্রসন্নআমি)ঠিক করি যে এর একটা যথাযথ সমাধান আমাকেই করতে হবে।

তাই আমি সচরাচর তার পাশ দিয়ে যাওয়ার সময় মিডিয়াম ভলিউমে বলি-কিবস্থা?(যেটার অর্থ-কি অবস্থা) যে দিন সে আমাকে চিনে সেদিন উত্তর দেয়-এইতো ভাল ,তুই কেমন? আর যেদিন চিনে না সেইদিন বলে-ভাই আমাকে কিছু বললেন? আমি বললাম-না না আপনাকে না ওই লোকটাকে বললাম তার মাথায় কিসের বস্তা। (কিবস্থা?) নতুন বাংলা শব্দের আবিস্কার হলো -যেটি আপনারা একবার উচ্চারণ করেই দুটি অর্থ প্রকাশ করতে পারবেন। কিবস্থা -১ম অর্থ-কি অবস্থা? ২য় অর্থ-কিসের বস্তা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।