মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক পরোয়ানা জারির এই নির্দেশ দেন। মামলাটি করেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস।
রোববার পল্টন, গুলিস্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেয়া হয়, যাতে পুড়ে যায় অসংখ্য কুরআন শরিফ।
বিএনপির নেতা এক কে আনোয়ার সোমবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, এই ঘটনা হেফাজতকর্মীরা ঘটায়নি, ঘটানো হয় স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে।
ওই বক্তব্য ধরেই দেবাশীষ বাদি হয়ে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দণ্ডবিধির ৫০০ এবং ৫০৫ (এ) ধারার এই মামলায় সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি এবং মানহানির অভিযোগ আনা হয়েছে। উস্কানির অভিযোগের ৫০৫ (এ) ধারাটি জামিন অযোগ্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।