আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড পাগোলদের জন্যঃ কি ভাবে নেবেন আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) এর ব্যাকআপ ??

প্রযুক্তির সাথে সহবাস। -- প্রীতম এর বাংলা ব্লগ আপনি যদি আমার মত ডাউনলোড পাগল হয়ে থাকে তাহলে আজকের এই পোস্টটি আপনার ভয়াবহ রকমের কাজে দেবে। ডাউনলোড করার জন্য আমরা সাধারনত আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করে থাকি। অনেক সময় আইডিএম এর লিস্টে এমন অনেক ফাইল আমরা রেখে দেই যেগুলো আমরা পরে ডাউনলোড করব ভাবি। কিন্তু ভেবেছেন কি যদি কোন কারন বসত আপনার অপারেটিং সিস্টেম ক্রাস করে বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় ??? যার ফলে আমাদের পুনরায় অপারেটিং সিস্টেম দেবার প্রয়োজন হয় !! এর ফলে হারাতে হয় আইডিএম এর ডাউনলোড লিস্টে থাকা অনেক ফাইল।

যেগুলো পরে খুজে পাওয়া দুরূহ ব্যাপারও বটে। আর তাই এই বাজে ব্যাপারটির হাত থেকে রক্ষা পাওয়ার ট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় ডট কমে । এতোক্ষনে হয়তো অনেকেই পোস্টটি পড়ে নিয়েছে। আর যারা পড়েননি তাদের জন্য থাকলো এই লিঙ্কটি। এখান থেকে একবার পড়ে আসুন ।

ডাউনলোডজীবনে কাজে দেবে। হেহেহে। আর প্রিয় ডট কমে পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগলে দয়াকরে প্রিয় ডট কমে'র পোস্টে একপিস করে "ফেসবুক লাইক" দিয়েন। আর আপনার বন্ধুদের মাঝেও লিঙ্কটি ছড়িয়ে দিয়েন। আর সাথে বোনাস হিসাবে থাকলোঃ IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর সর্বশেষ ভার্সন এর প্রি-এক্টিভেটেড কপি।

এটা প্রি-এক্টিভেটেড কপি। তাই আপনাকে ব্যবহার করতে হবে না কোন ক্রাক, কিগেন। নেই কোন আপডেট এর ঝামেলা। সো নো চিন্তা ডু ডাঊনলোড। IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর সর্বশেষ ভার্সন এর প্রি-এক্টিভেটেড কপি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সাবাই ভালো থাকুন। আর নিরাপদে থেকে ডাউনলোড করুন। আপনাদের ডাউনলোড জীবন সুখি হউক। হেহেহ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।