I love politics. I want death of those who killed our Army officers. খুব ছোট করেই গল্পটি বলবো। আশাকরি প্রতেকেরই ভাল লাগবে। ঘুমের মধ্যে আজ ভয়ানক এক স্বপ্ন দেখলাম যার সাথে কিনা আজকে সকালে যে ভূমিকম্পটা হলো সেটার সাথে অনেকটা মিল ছিল। স্বপ্নটা খুব স্পষ্ট। এখন যখন ব্লগ লিখছি, এখনোও স্বপ্নের প্রতিটি ভয়াবহ মূহু্র্তটা মনে পড়ছে।
আমি ছিলাম কক্সবাজারে। যে হোটলটিতে ছিলাম সেই হোটেলটির নাম 'হোটেল সী গাল্। ' 'হোটেল সী গাল্' কেন স্বপ্নে দেখলাম তা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই হোটেলে প্রায় দুই বছর আগে আমার ফ্যামেলির সাথে যখন কক্সবাজার ঘুরতে যাই তখন এখানে থেকেছিলাম তাই মোটামুটি হোটেলটি সম্পর্কে ধারনা আছে। তবে স্বপ্নে আমি শুধু আমার নিজেকেই দেখেছি।
আমি হোটেলের রুমে ছিলাম। সন্ধ্যা প্রায় নেমে আসছে। রুমের জানালাটা ছিল সমুদ্রের দিকে তাই এক মনে সমুদ্রের দিকে তাকিয়ে ছিলাম। ভাবলাম জানালাটা সামান্য খুলে রাখি। খুব সুন্দর বাতাস আসছিল।
বাতাসটি কেমন যেন হঠাৎ করেই থেমে গেল। প্রকৃতির মধ্যে এরকম দ্রুত পরিবর্তন আগে কখনো দেখিনি। আমি মাত্র জানালাটা বন্ধ করতে যাব ঠিক এই সময়ে এমন জোড়ে বিল্ডিংটা কেপে উঠলো যে আমি বলতে গেলে ছিটকে গিয়েই মাটিতে পড়ে গেলাম। বুঝতে আর বাকি থাকলোনা যে এটি ভূমিকম্প ছিল। আমি বেশ আচমকিত হয়ে পড়েছিলাম কারণ ভূমিকম্প হালকা ধাক্কা থেকে শুরু হতে হতে জোড়ে ধাক্কা দেয় কিন্তু এটা একবারেই প্রচন্ডভাবে কেপে উঠলো।
যাক্ মাটিতে পড়ে যাওয়া ছাড়া আর তেমন কিছু হয়নি। আমি উঠে দাড়ালাম। জানালা দিয়ে দেখলাম নিচে লোকজন হৈ-হুল্লোর করে এদিক সেদিক দৌড়াচ্ছে। ভূমিকম্পের জন্যে হয়তো আতঙ্কিত হয়েই এমনটা করছে আর এমন করাটাই স্বাভাবিক। হঠাৎ চোখ দুটো আমার সাগরের দিকে পড়লো।
এক ভয়াবহ দৃশ্য চোখের সামনে দেখতে পেলাম। দূর থেকে দেখতে পেলাম বিশাল উচু একটা ঢেউ প্রচন্ড জোড়ে সৈকতের দিকে এগিয়ে আসছে। ঢেউ এর যে গর্জন আর যেভাবে ধেয়ে আসছিল বুঝতে বাকি থাকলোনা যে এই ঢেউ পারে এসে সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাবে। নিচ থেকে সবাই 'সুনামী' 'সুনামী' বলে চিৎকার দিচ্ছিল।
.....................এরপরেই আমার ঘুমটা ভেঙ্গে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।