আমাদের কথা খুঁজে নিন

   

"তুই আমার সৃষ্টিসুখের দাবি"

পৃথিবী কাউকে দেয় ঝুড়ি ঝুড়ি, আর কাউকে , , , , , পাথরের নুড়ি! আমি তোর আকাশছোঁয়া স্বপ্ন, আমি তোর হারিয়ে যাওয়া মন, আমি শংখচিলের ডানায় ভাসা... তোর-ই আপন্‌ জন! আমি তোর জীবন নদীর মাঝি, আমি তোর স্বপ্নছেঁড়া সুখ, আমি কাজল-কালো দিঘীর জলে... তোর-ই প্রিয় মুখ! তোর হারিয়ে যাওয়া নদী আমি, মাতাল হাওয়ার ঢেউ, হারিয়ে যাওয়া তারার মাঝে... তোর-ই চেনা কেউ! তুই আমার সৃষ্টিসুখের দাবি আমার প্রিয় রোদ্দুর; দিস্‌ নে আমায় ফেলে পাড়ি সাত সমুদ্দূর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।