আমি এক দৃশ্য-অবোধ পৃথিবীর সিনেমার কিছুই বুঝি-না। স্বপ্ন ভেঙে জেগে উঠলে জানছি ইদানীং মূলতঃ ঘুম শুরু হয়েছে কেবল; কেননা ঘুম হলো অর্ধমৃত্যু, আর মৃত্যু হলে মুখ ও হাত অক্ষম, অবশ। সুতরাং, সারারাত ঘটনাবহুল এই কথিত ঘুমকে একটা সময়-বিষ সিনেমা ব্যতীত আর কিছু মনে হয়-না। অতঃপর প্রকৃত নিদ্রায় সিনেমার ঘটনাসমূহ গভীর রহস্যে হলে গুপ্ত... আমি এক ঘটনা-অবোধ, পৃথিবীর কিছুই বুঝি-না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।