থলের বিড়াল খুজতেছি লস অ্যাঞ্জেলস, ১৭ মার্চ: সাবেক ডব্লিউ ডব্লিউ এফ এবং ডব্লিউ ডব্লিউ ই তারকা ‘দ্য রক’ ওরফে ডাওনি জনসন মিয়ামি কিনলেন এক রাজকীয় বাড়ি। ‘জার্নি ২’র সাফল্য, ‘হারকিউলিস’র চরিত্রে অভিনয় আর এখন মাড়ে তিন মিলিয়ন ডলারের মিয়ামির প্রসাদ-সব মিলিয়ে সত্যিকার অর্থেই রকের চলছে এখন রঙিন বসন্ত।
গেল সপ্তাহেই ফ্লোরিডার দক্ষিণের মিয়ামি বিচের কাছেই ১৩ হাজার ১৫৩ বর্গফুটের বাড়িটির মালিক হন রক। ওই বাড়িটে ছোট বেলা থেকেই দেখে আসছিলেন তিনি। রকের প্রতিনিধি জানান, কলেজে পড়া অবস্থায় প্রায়ই জনসন ওই এলাকায় ফুটবেল খেলতে আসতেন।
তখন থেকেই এই বাড়িটি মনে ধরেছিল তার। ২০০৬ সালে ‘দ্য রক’ নাম নিয়ে রেসলিং রিংয়ে অভিষেক জনসনের। এরপর চলে আসেন হলিউডে। সেকানে সফল হন রক। সাফল্য অর্জন করতে গিয়ে নিজের স্বপ্নকে ভুলে যাননি তিনি।
তাই এতো বছর পড়েও ৩৯ বছর বয়সী বিশালদেহী এই তারকা পূরণ করলেন তার স্বপ্ন।
বৃটিশ পত্রিকা ‘ডেইলি মেইল’ প্রকাশ করেছে রকের সেই রকিং বাড়ির ছবি। ওই বাড়িতে আছে পাঁচটি বেডরুম এবং সাতটি বাথরুম। তাছাড়াও আছে একটি সুইমিং পুল, বারবিকিউ কিচেন, তিনটি গাড়ি ধারণক্ষমতার দুটি গ্যারেজ, বার, একটি সিনেপ্লেক্স এবং আলিশান স্টাডি রুম ও একাধিক লাউঞ্জ।
ডেইলি মেইল জানিয়েছে, খুব শিগগিই রক এই বাড়িতে এসে উঠবেন এবং তার সঙ্গে থাকবে তার মেয়ে সিমন আলেক্সেন্দ্রা।
এর আগে এই বাড়িটি ভেরনন ক্যারি নামে মিয়ামির এক ব্যবসায়ীর ছিল। তিনি জানান, একজন ক্রীড়াবিদ এবং সৃষ্টিশীল মানুষের জন্য এর চেয়ে উপযুক্ত বাড়ি আর হতে পারে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।