আমাদের কথা খুঁজে নিন

   

আর কত ধৈর্য্য ধরব?

কিরে ভাই? এক সপ্তাহের মতো হইতে চলল। এখনো কারে ব্লগে মন্তব্য করতে গেলে দুঃখিত লেখা সহ আরো কি কি জানি দেখায়। ধৈর্য্য নাই দেইখা আর পড়তে ইচ্ছা করে না। ছোটবেলা থেইকা আমার ধৈর্য্য নামক আজিব চীজটার বড়ই অভাব। কিন্তু আর কত? আর তো ভাল্লাগে না।

এমনেই আমারে ওয়াচ লিস্টে রাখসে, জেনারেল কবে বানাবে, বা সেফ লিস্টেই বা কবে রাখবে? কিসুই মাথায় ঢুকতেসে না। তার উপরে কারেন্ট নাই, টিভি দেখতে পারতেসি না। মেজাজটা খারাপ হয়ে আছে। তারপরেও কি সব হাবিজাবি পোস্ট দেই, মানুষজনে পইড়াও দেখে না। কত আশা করসিলাম, ব্লগার হমু! মানুষজনে আমারে একনামে চিনবে।

কিন্তু সামু কর্তৃপক্ষ তো আমারে প্রথম পেইজে একসেসই দিল না। এই দুঃখের কথা আর কারে বলব? ধুর মিয়া, কিচ্ছু ভাল্লাগতাসে না...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।