আমাদের কথা খুঁজে নিন

   

আজি এ বসন্তে কালবৈশাখীর ছোঁয়া

আজ ৩ চৈত্র ১৪১৮ । বসন্তের মাঝামাঝি মাত্র। বৈশাখ মাস শুরু হতে আরো মাস খানেক বাকী। কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেলো বৈশাখের ঘটঘটা। বাহিরে তেমন কাজ না থাকায় বাসায় বসেই ছিলাম।

বিকাল থেকেই আকাশটা মুখ গোমরা করে ছিলো । সন্ধ্যা হতে হতে তা খারাপ আকার ধারণ করলো। সন্ধ্যার পরে বসে বসে কাজ করছি । ফ্যান চালু থাকায় খুব একটা আওয়াজ পেলাম না কিন্তু ফ্যান বন্ধ করে বাহিরে তাকাতেই দেখলাম তুমুল বর্ষন হচ্ছে। শুধু বর্ষনই না সাথে সাথে শীলাবৃষ্টি।

দোতালায় বসে পাশের চালে পড়া শীলা বৃষ্টির ধ্বনি আর গায়ে পড়া বৃষ্টির ফোটা এবং বৃষ্টির সাথে বাতাসটা যেন অন্যরকম আকর্ষন তৈরী করছে। চমৎকার অনুভুতি তৈরী করছে যেন এ মূহুর্তে। ঢাকায় বসন্তের মাঝামাঝিতে বৈশাখের ঘনঘটার দিনে নতুন প্রাণের সঞ্চার করবে। ............ আর কিছু লিখছি না ....................... বৃষ্টি আর বাতাসের অনুভুতি গ্রহন করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।