আমাদের কথা খুঁজে নিন

   

< b4> "পড়ন্ত দুপুর"

সকাল থেকেই মন মেজাজ খারাপ হয়ে আছে । একটি গল্পের বই নিয়ে নাড়াচাড়া করলাম অনেকক্ষণ কিন্তু তারপরেও মন বসাতে পারলাম না বইটিতে। সকাল গরিয়ে দুপুর হয়ে গেল । মেজাজ খারাপের মাত্রা টা যেন আরও বেরে গেল। কিছুতেই মেজাজ টা ভাল করতে পারছিলাম না ।

হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। গিয়ে দেখি আমার নতুন ছাত্রী টা এসেছে তার সংগে আরও একটা মেয়ে,আমার ছাত্রী্ টার থেকে একটু বড় । মেয়েটির আশার উদ্দেশ্য হচ্ছে ও আমার কাছে পড়তে চায়... যাক একটা নতুন ছাত্রী পাওয়া গেল এই জন্য যদি মনটা ভালো হয়,কিন্তু নাহ...মন মেজাজ টা তাও ভালো হলো না । কি রকম একটা অশান্ত অশান্ত ভাব আমার মধ্যে কাজ করছে...কোনো কিছুতেই যেন শান্তি নেই । সব কিছুই কেমন অর্থহীন লাগছে।

মনের চাপা ব্যাথা গুলো যেন দুপুরের ছোয়ায় অশান্ত হয়ে উঠেছে । চিৎকার করে কাঁদতে পারলে হয়ত ভাল লাগত। কিন্তু একি ...কাঁদার ক্ষমতা টাও কি কমে গেল নাকি??? নাহ... এরকমটি তো হওয়ার কথা নয়। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি জ্বালাময়ী দুপুর আস্তে আস্তে নরম বিকেলের কোলে ঢলে পরছে । আর আমাকে অবাক করে দিয়ে ,আমার অশান্ত কষ্ট গুলোও ধীরে ধীরে পরন্ত দুপুরের ছোয়ায় শান্ত হয়ে পরছে ।

কষ্ট গুলো এরকম কেন???হঠাৎ হঠাৎ জেগে উঠে আবার হঠাৎ করেই ঘুমিয়ে যায়... হঠাৎ শান্ত আবার পরক্ষনেই অশান্ত হয়ে উঠে যেন এক অবুঝ শিশু......কখনই কিছু বুঝতে চায় না...যখন যা ইচ্ছা তাই করে। থাক কষ্টের কথা চিন্তা করে আর কি হবে??? কষ্ট থাক কষ্টের মতন। এখন একটু বসন্তের বিকেল বেলার রঙে রাঙিয়ে নেওয়া যাক নিজেকে। মন ভাল হয়ে গেছে... জীবন টা তো অনেক ছোট...এরকম সুন্দর বসন্তের বিকেল তো আর নাও দেখতে পারি...কি দরকার পুরোনো কষ্ট মনে রেখে আজকের বিকেল টা নষ্ট করার??? বিকেলের রঙে মুগ্ধ হয়ে হঠাৎ ঠিক করে ফেললাম ,আমি আবার স্বপ্ন দেখব...হয়ত স্বপ্নের সাথে নতুন করে কিছু কষ্ট আসতে পারে......থাক সেই কষ্ট নিয়ে আর কোনো চিন্তা নেই...কারন আমি জেনে গেছি ...এরকম পড়ন্ত দুপুরে সকল কষ্টই ঘুমিয়ে যায় !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।