আমাদের কথা খুঁজে নিন

   

'অ, আ, ই, ঈ' পড়তে পারেন? তাহলে পরবর্তী কর্মসূচী দেবার আগে ব্লগগুলো একটু পড়ে দেখুন

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । ধর্ম যেমন আছে, তেমনি অপধর্মও আছে। অনেক মানুষ অপধর্মের চর্চা করেন এবং বৃহৎ ধর্মীও সমাজে তারা নিন্দনীয়। সংস্কৃতি যেমন আছে, তেমনি অপসংস্কৃতিও আছে।

অপসংস্কৃতির চর্চাও বৃহৎ সাংস্কৃতিক সমাজে নিন্দনীয়। ঠিক তেমনি, ব্লগিং যেমন আছে, তেমনি অপব্লগিংও আছে। অপব্লগাররাও কিন্তু বৃহৎ ব্লগিং সমাজে নিন্দনীয়ই। অপধর্মের চর্চা বন্ধ করার জন্য ধর্মের উপর আঘাত হানা যেমন উচিত নয়, তেমনি অপসংস্কৃতির চর্চা বন্ধ করার জন্য সংস্কৃতির মূলে আঘাত হানাও উচিত নয়। আশা করি এই বিষয়ে সবাই একমত হবেন।

তাহলে অপব্লগিং এর খেসারত কেন সুস্থ এবং স্বাভাবিক ব্লগিংকে দিতে হবে? বাক স্বাধীনতার চর্চার সীমানা কে অতিক্রম করেছে এবং কে করেনি, তা তো বাংলা বর্ণমালা পড়তে জানা সবাই বুঝতে পারে। আমরা বিভিন্ন ব্লগারকে তাঁদের ব্লগে নিজ নিজ ধর্মের সুন্দর সুন্দর কথা, ধর্মের বানী, ইতিহাস লিখতে দেখেছি। তাঁরাও কি তাহলে ব্লগিং এর অপরাধে অপরাধী? কোন দৃষ্টিকোণ থেকে সামগ্রিকভাবে এই দোষারোপ? 'মাথা ব্যাথা? তাহলে মাথা কেটে ফেলে দিলেই হয়। মাথাও নেই, ব্যাথাও নেই' - আমরা কি এই সমাধানের দিকেই এগিয়ে যেতে চাচ্ছি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।