আমাদের কথা খুঁজে নিন

   

যদি আমাকে দেখতে পান তাহলে -ঃ হ্যাভ এ লুক হেয়ার।।

বিচ্ছিন্নতাও একটা ভাবাবেগ যা আমাকে প্রায়ই ভাবিত করে-জব্দ করে অহর্নিশ। !! আমার হয়ত এই লেখাটা লিখে কোন লাভ হবে না,কারন এটা প্রথম পেজে যাবে না!!! সামহোয়ার ইন ব্লগ তাদের সিকিউরুটির জন্য আমার মত স্বল্প মেধাবীদের এখনও কোন পোস্ট এ কমেন্ট বা লাইক করার অধিকার দেয় নি। । !! জানি না আদৌ গ্রীনকার্ড পাবো কিনা। নিজের সম্পর্কে এখন আর এত আত্মবিশ্বাসী নাহ।

এর কারন আছে নিজেকে আর আগের মত পাই না। যদিও আমি কম্পিউটারে টাইপ করার চেয়ে কবিতার খাতা কিংবা ডায়েরী পাতায় লিখতে অধিক স্বচ্ছন্দ বোধ করি । তথাস্তু ওখানেও আমার ভান্ডার আর আগের মত নাই। আগের মত বলতে -আসলেই একসময় কবিতা লিখতে পারতাম,আমঙ্কি স্বছন্দ ছিলাম। ।

এখন আর অতটা নাই,অনেক কষ্ট হয়। তারপরেওয়ানারি হাতে আজ লিখতে বসেছি___ শুদু নিজের জন্য, নিজের সন্তুষ্টির জন্য । । নিজের ইমোশনের বাঁধভাঙা জোয়ারে আরেকটু গতি আনার জন্য। আজ আমি আনেক হ্যাপি বাংলাদেশ ক্রিকেটদলের এই সাফল্যে।

তাইতো এই জয় সম্পর্কে ফেসবুকে যতগুলো স্টাটাস পেয়েছি সবগুলোতে কমপক্ষে লাইক মারার চেষ্টা করেছি.........কিন্তু কেন জানি একবার লাইক মেরে মন ভরতেছিল না, তাই কয়েকবার করে লাইক>আনলাইক>লাইক>আনলাইক>লাইক>লাইক>লাইক>লাইক>লাইক...>>>>লাইক আনলিমিটেড>>>>>। । সত্যি আমার বুক ভরে উঠেছে......। বলতে দ্বিধা নেই যে না কাঁদলেও চোখের পানি টলমল করছিলো !!!!! যথেষ্ট পরিমানে ইমোশন্ড হয়ে পরেছি...। ।

আর এরকম ইমোশন্ড হতে আমার কোন লজ্জা কিংবা আপত্তি নাই>। । শ্রীলংকার বিপক্ষে জিতে আবার ইমোশন্ড এবং ফাইনালে পাইক্যাদের হারাইয়া কাঁদতে চাই,কাঁদতে চাই। । আমি জানি আমরা জিততে পারি এবং জিতে কাঁদতে পারি ,আমি চাই আমার এ কান্না যেন কখনো না থামে.।

। । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।