আমাদের কথা খুঁজে নিন

   

‘৯১ সালে নির্বাচনে জিততে বিএনপিকে ৫০ কোটি রুপী দেয়া হয়েছে" সুপ্রীমকোর্টে এবার সাবেক আইএসআইপ্রধান দুররানী বললেন-

পাকিস্তান আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থার (আইএসআই) সাবেক প্রধান ১৯৯১ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপিকে ৫০ কোটি রুপী তহবিল যোগাতে সহযোগিতার কথা স্বীকার করেছেন। বুধবার পাকিস্তানের সুপ্রীমকোর্টে আইএসআই’র সাবেক প্রধান আসাদ দুররানী আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতাও দিয়েছে তারা। বুধবার পাকিস্তান সুপ্রীমকোর্টে আইএসআই ইস্যুতে এক মামলার শুনানিতে আদালতের উদ্দেশে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মামলার শুনানি চলাকালে সাবেক আইএসআই প্রধানকে পাকিস্তানের ভেতরে ও বাইরে রাজনীতিতে অর্থায়নের জন্য কঠোর সমালোচনা করেন। সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেল পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, আইএসআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৯৯১ সালের নির্বাচনে ৫০ কোটি রুপী দিয়েছে।

এ তহবিল ব্যবহার করে বিএনপি নির্বাচনে জয়লাভ করার পাশাপাশি সরকার গঠন করে। প্রকাশিত সংবাদে বলা হয়, ১৯৯১-৯৬ ও ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকার সময় আইএসআই বাংলাদেশে সক্রিয় ভূমিকা পালন করে। আদালতকে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিচ্ছিন্নতাবাদীদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে আইএসআই। এছাড়া বিএনপি শাসনামলে আইএসআই জামায়াতে ইসলামী ও বিএনপি এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে গঠিত নেটওয়ার্কের সঙ্গে সক্রিয় যোগাযোগ গড়ে তোলে। দুবাই থেকে প্রকাশিত খালিজ টাইমস ৩ মার্চ এক প্রতিবেদনে বলেছে, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে আইএসআই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ কোটি রুপী দেয়।

পাকিস্তান বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল আসগর খানের দায়ের করা একটি মামলার অভিযোগে বলা হয়, ১৯৯০ সালে পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) পরাজিত করতে বিরোধীদলগুলোকে আইএসআই ১৪ কোটি রুপী দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতপন্থী আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ঠেকাতে ১৯৯১ সালের নির্বাচনে খালেদাকে পাঁচ কোটি রুপী দেয় আইএসআই। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ সুপ্রীমকোর্টে হলফনামায় একথা বলেন। সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইএসআই-এর কাছ থেকে ১৯৯১ সালের নির্বাচনের জন্য বিএনপির টাকা নেয়ার বিষয়টি সংসদে তুলে ধরেন। বিরোধীদল বিএনপি তা অস্বীকার করে তারা বলেছে, এই অভিযোগ ডাহা মিথ্যা।

প্রধানমন্ত্রীকে প্রমাণ দিতে বলা হয়েছে বিরোধীদলের পক্ষ থেকে। পাকিস্তানের কাছ থেকে বিএনপির অর্থ আনার অভিযোগ নিয়ে দেশের রাজনীতি ও বড় দুই দলের মধ্যে যখন রশি টানাটানি চলছে, ঠিক তখনই পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান নিজেই নিজ দেশের আদালতে গোপন তথ্যটি জানিয়ে দিলেন। প্রমাণ করলেন বিএনপির বিরুদ্ধে অর্থ আনার অভিযোগ সত্য। ‘৯১ সালে নির্বাচনে জিততে বিএনপিকে ৫০ কোটি রুপী দেয়া হয়েছে’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।