মামু আমি সামুতে নতুন আইসি!! ব্যাং ব্যাং... কেন আমি ব্লগাইতে এলাম?-এই প্রসঙ্গে যাবার আগে গঞ্জিকা নিয়ে একটু লিখতাম চাই। শুধুমাত্র ব্লগিং নয়, আমার জীবনের প্রতিটি বড় বড় অর্জনের পেছনে যার ভূমিকা অনস্বীকার্য- সে হল "গঞ্জিকার" কথা না লিখলেই নয়।
হেই অনেকদিন আগেকার কথা। কল্কিতে করে গাঁজা খেয়ে আমার সেইরাম অবস্থা। এম্নিতেই চোখে চশমা পড়তে হয়, তার মাঝে গাঁজা খেয়ে রীতিমত ঝাপসা দেখছি।
পুলাপাইন যারা সাথে আছে মোটামুটি অ্যামেচার টাইপ। দুইটা চিত হইয়্যা পইড়্যা রইছে। আমিও হাল্কা ঝিম মেরে আছি। এর মইদধ্যে হুট কইর্যা কই থেইকা যেন....
কই থেইক্যা যেন কি????
ধুত্তেরী
কি কইতেছিলাম ভুইল্যা গেছি.। আরে ভাই মেজাজ খারাপ করেন কেন?? দোষ তো আপনারই! আইসেন গাঁজাখোরের গপ্প শুনতে!
যাই হোক যেহেতু আমি ব্লগাইতেছি, সেহেতু এইখানে অফটপিকে যামু না, অন টপিকে থাকাই ভাল!
তাইলে টপিকে চলে আসি।
টপিক টা হল আমি ব্লগাইতেছি কেন??
তবে তার আগে আরো একটা প্রশ্ন ভাই-ব্রাদার দের মনে উকি দিতে পারে- আমি এই পোস্টটি লিখতেছি কেন? এই উত্তর টা মনে আছে। এইটা হল আমার প্রথম পোস্ট। এই পোস্ট নাকি রিভিউ করা হবে। মড্যু না ভেদু কি জানি আছে না?? হেরা নাকি এই পোস্ট টা পড়বো। এই লাইগাই লিইখ্যা ফেলাইলাম আরকি।
ওহ.। আবার আমি টপিকবিচ্যুত হয়েছি! টপিক টা ছিল আমি ব্লগাইতেছি কেন? ঠিকই তো....আমি কেন ব্লগাইবো?? গঞ্জিকাখোর বসিয়া বসিয়া গঞ্জিকা সেবন করিবে। উহার কেন ব্লগে আসিতে হইবে? ব্লগে কতশত গন্যমান্য সুশীল সমাজের মানুষেরা আছেন। তাহারাই বা কেন গঞ্জিকাসেবীর লেখা পড়িবেন?
খক খক খুক খুক খুক... : ওরে কে আছিস আমায় জল এনে দে.। কল্কি টানতে টানতে আমার ভেতরটা এক্কেবারে মরুভূমির মত শুকাইয়া গ্যাছে।
এহেম। । হেমম। । এহহেমম........ টপিক টা যেন কি ছিল?? আমি ব্লগাইতেছি কেন, তাইনা? হুম, এটাই তো! আর বইলেন না।
গঞ্জিকা সেবনের পাশাপাশি আমি শখের বসে একটু আধটু ফ্রিল্যান্সিং করি। কেমনে কেমনে যেন ফ্রিল্যান্স লেখক হিসেবে একটা সেইরাম ক্যারিয়ারও গইড়্যা ফেলছি। সবই গঞ্জিকার ক্রেডিট। আমি যে কেমনে কেমনে ১০০০ প্লাস ইউএসডি কামাইছি মাত্র ৫মাসে পার্ট টাইম করে- আমি নিজেও ঠিক জানি না। তবে, যেহেতু ব্লগানো শুরু করলাম নিকটবর্তী ভবিষ্যতে আউটসোর্সিং নিয়েও কিছু লেখালেখির ইচ্ছা আছে।
যাদের অন্য কোন স্কিল নাই, নতুন কিছু শেখার সময়ও নাই, তারা আমার ব্লগে একটা চক্ষু রাখিয়া যাইতে পারেন।
যেহেতু পোস্টটাতে আউটসোর্সিং এর কথা আসলো, তার উপর আবার ট্যাগ / কি-ওয়ার্ড হিসেবেও "আউটসোর্সিং" কে ব্যবহার করা হয়েছে, সেহেতু যারা "আউটসোর্সিং" কি-ওয়ার্ড সার্চ দিয়ে আমার লেখাটি পড়ছেন তাদের জন্য একটা কথা কইয়্যা দিই। আপনারা অনেকেই হয়তো এসইও রাইটিং এর কথা শুনেছেন। আমি নিজেও প্রায় এসইও রাইটিং করি। মজার ব্যাপার হল- আমার প্রথম পোস্ট "আমি ব্লগাইতেছি কেন?" এইটাই হল একটা এসইও রাইটিং।
লক্ষ্য করুন, আমি কিভাবে আজাইর্যা সব প্যাচাল পেড়েও অন টপিক-"আমি ব্লগাইতেছি কেন?"-এ ছিলাম। হাইলাইটেড কি-ওয়ার্ডগুলো ও দেখুন। বিশ্বাস করুন, এইরকম ফ্ল্যাফি লেখা লিখেও আপনি অনেক টাকা কামাই করতে পারেন। অনলাইনে কিন্তু ট্যাকা উড়তাছে। জাস্ট ক্যাচ ইট, ড্যুড!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।