আমাদের কথা খুঁজে নিন

   

১৪ই মার্চ আওয়ামীলীগের জন সভা ও র্ধম অন্ধ মৌলবাদীদের মসজিদের গেট বন্ধের মিথ্যা প্রচারণা।

i love somewhere blog. গত ১৪ ই মার্চ আওয়ামীলীগের ও মহাজোটের জন সভা শেষ হবার পর পরই দেখলাম সামহোয়ার ব্লগে সহ ফেসবুকে ছবি সহ প্রচারণা চালানো হয় যে ঐ দিন আওয়ামীলীগের জন সভায় বাইতুল মোকারমের সমজিদ বন্ধ করে দেওয়া হয়। এই রকম একটি পোষ্ট দেখুন। Click This Link এবার ছবি গুলো দেখুন। এই ছবিটা দেখুন মসজিদের গেট হতে মঞ্চ কত দুরে। মহাজোটের সভা করা জন্য যে মঞ্চ তৈরী করা তার পেচনে কতটুকু জায়গা খালি।

তা দেখেই সহজে বুজা যায়। এটি একটি ১৪ দলের জনসভার জন্য তৈরী করা মঞ্চের ছবি। যা ষ্টেজের সামনে থেকে তোলা হয়। ছবিতে দেখে মনে হচ্ছে সরাসরি গেটের সামনে ষ্টেজ তৈরী করা হয়। আসলে এটি একটি সামনে হতে তোলা ছবি।

ষ্টীল ছবিতে এর পেছনের দুরত্বটি ষ্পষ্ট বোঝা যায় না। এই রকম কিছ ছবি ফেসবুক সহ ইন্টানেটে প্রকাশ করেছে কিছু র্ধমঅন্ধ ও মৌলবাদী গোষ্টী , তারা প্রচার করতেছে গত ১৪ মার্চ আওয়ামীলীগ সমজিদের গেট বন্ধকরে জন সভাকলে। যারা বাইতুল মোকারম মসজিদ দেখেছেন তার নিশ্চয় জানেন বাইতুল মোকারম মসজিদের কয়টি গেট আছে। এখানে একাদিক গেট রয়েছে মুসল্লিদের মসজিদে প্রবেশ করার জন্য। এবার দেখাযাক আরো কিছু ছবি যারা আওয়ামীলীগের বিরুদ্বে মিথ্যপ্রচারণা নেমেছে।

তাদের কি অবস্থা দেখুন মসজিদ সামনে একদল মানুষ মুসল্লি সেজে মসজিদ কম্পাউন্ড টি বানিয়েছে দলীয় কার্যলয় ও সভস্থল। কিছু বিশৃঙ্কলাকরী ও মৌলবাদী র্ধম অন্ধ মসজিদের সামনে দাড়িয়ে আছে। ছবি দেখে কি মনে হয় ঐ লোক গুলো নামাজ পড়ার জন্য ঐ জায়গায় দাড়িয়ে আছে? এই ছবিতে ষ্পষ্ট বুঝা যাচ্ছে কিছু লোক সমজিদের সামনের রাস্ত বন্ধ করে তাদের দলীয় মিছিল করতেছে। কিছু লোক মসজিদের ভিতরে অবস্থান নিয়ে মসজিদের ভিতর হতে পুলিশের উপর হামলা চালাচ্ছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।