আমাদের কথা খুঁজে নিন

   

শেখ কামালের সোনার মুকুট

আজ ব্লগে দেখলাম একজন ক্লেইম করছেন যে, শেখ মুজিব তার দুই ছেলে কামাল আর জামালের বিয়ে সোনার মুকুট মাথায় দিয়ে করান। ১৯৭৫ এর ১৫ই আগস্টের পরে শেখ মুজিব এর বাসা তো মুজিবের হত্যাকারিদের অধিকারে ছিল... তাহলে সোনার মুকুট গুলি গেল কই??? ব্যান্ক গুলিতে থাকলেও তো সহজেই খুজে পাওয়ার কথা ছিল? বিয়ের ছবি কি নাই... শেখ কামালের ব্যান্ক ব্যালান্স কেন হত্যাকারিরা পান নাই (যদি থাকতো)। উনি যদি বিদেশেও পাচার করে থাকেন বাসায় তো কাগজ-পত্র পাওয়ার কথা ছিল সেই ব্লগার আবার ক্লেইম করছেন যে শেখ মুজিব ই ফারাক্কা বাধ দেওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু ব্লগার ভাই বোধহয় ইতিহাসে অনেক কাচা... ফারাক্কা বাধ শুরু হয় ১৯৬১ সনে (তখন কি শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্তি??) ধন্যবাদ ব্লগার চারু-চারবাক সত্য টাকে সামনে আনার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।