আমাদের কথা খুঁজে নিন

   

পথ বেছে নাও হে বীর!

জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায় পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র বৈ আর কিছু নয়। মানুষ মর্তে আসার প্রারম্ভেই যুদ্ধের মন্ত্র নিয়ে আসে। সত্য মিথ্যার যুদ্ধ, সুর অসুরের লড়াই।

যতদিন এ লড়াই চোলবে ততদিন পৃথিবী থাকবে। উল্টো কথায় বোলতে গেলে যতদিন পৃথিবী থাকবে ততদিন লড়াই থাকবে। সুতরাং লড়াইকে ভয় পাওয়ার কিছু নেই। এটাই চিরন্তন খেলা। নির্বিবাদী হওয়া দুর্বলতা এবং কাপুরুষতার লক্ষণ।

ময়দান থেকে পলায়ন। কিন্তু প্রশ্ন হোল তুমি কার পক্ষে- সত্যের না অসত্যের? বীরেরা পৃথিবী ভোগ কোরবে। কাপুরুষ আঁটি চাটবে। ন্যায়ের পথে লড়লে পার্থিব বিজয় এবং পারলৌকিক মুক্তি। সুতরাং পথ বেছে নাও হে বীর! সিদ্ধান্ত গ্রহণ করো- তোমার পায়ের আঘাতে পৃথিবী ধূলি ধূসরিত হবে, নাকি তুমি নিজেই ধূলিতে গড়াগড়ি খাবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।