আমি সিনেমা দেখতে ভালবাসি জীবনটা একটা সিনেমার মতো বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১২ বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভূয়সী প্রশংসা করলেন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ওবামার সঙ্গে কিছু অন্তরঙ্গ সময় কাটানোর পর ক্যামেরন ওবামাকে ‘বলিষ্ঠ, দৃঢ় নৈতিক বোধসম্পন্ন ও বিচক্ষণ’ নেতা হিসেবে মন্তব্য করেছেন। এদিকে ওবামা বলেন, ‘আপনি যে ধরনের সহযোগীকে আপনার পাশে রাখতে চান’, ক্যামেরন সে রকমই একজন। বৃটিশ প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে নৈশভোজের নিমন্ত্রণ জানানোর সময় এ মন্তব্য করেন ওবামা। দুই নেতাই বারবার বৃটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন। এদিকে এর আগে ওবামা ও ক্যামেরন একটি বাস্কেটবল খেলা উপভোগ করেন। পরিবর্তে ওবামা ক্রিকেট শিখতে চান ক্যামেরনের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।