আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাল করা সংবাদ - অভিনন্দন সরকারকে !!

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন! খারাপ খবর দিয়ে দিন শুরু করতে চাইনা তাই সকাল বেলা পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছিলাম, আজ কি মনে করে ল্যাবে এসেই প্রথম আলো খুললাম- "বাংলাদেশের সমুদ্রজয় " নিউজটা দেখে মন ভাল হয়ে গেল, অনেক ভাল! অনেক দিন পর দেশের সব মানুষের জন্য ভাল একটা নিউজ! এক মাত্র ক্রিকেট ছাড়া দেশের সবার জন্য ভাল নিউজ তো নেই বললেই চলে, তাও তা কালে-ভদ্রে ঘটে! বর্তমান সরকারের বিদেশ নীতিতে অসংখ্য দুর্দশার পরে এটা বিরাট একটা সাফল্য। ধন্যবাদ সরকার সহ সংশ্লিষ্ট সকলকে আর অভিনন্দন বাংলাদেশের সকল মানুষকে। সেই সাথে একই উপায়ে ভারতের সাথে বহুদিনের অমীমাংসিত সুমুদ্রসীমা নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হবে বলে আশা করি। সবকিছুকে বাকা চোখে দেখতে দেখতে আমাদের চোখই বাকা হয়ে গেছে, আসুন, এই বিষয়ে কোন বিতর্ক না করি, আজ উৎসবের দিন সবাই মিলে উৎসব করি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।