শাফিক আফতাব--------- কয়েকটি লাল পিঁপড়ে হাঁটছে অন্তরীক্ষে, ঝাঁক ঝাঁক মাছ সাঁতার কাটছে রাজপথে, পাপে কবলিত ম্যানগ্রাফ ; সুন্দরবন, মানুষের পড়ন থেকে বস্ত্র খুলে খুলে যাচ্ছে, এতদিনের লজ্জবতী মেয়েরা নিপুণ ভঙ্গিতে দোলাচ্ছে বেলুনফুল, উরু খুলে দেখাচ্ছে ঝর্ণার নির্জন প্রপাত। আর পুরোহিত দুহাত তুলে দিচ্ছে অভিসম্পাত। কী কলি কাল চলছে এখন ! পিঁপড়েগুলো আকাশে ওড়ে, মাছেরা সাঁতার কাটে বাচুচরে, মানুষ কথা দিয়ে কথা রাখেনা ; মানুষ আপনাই বিবস্ত্র হয়ে যায় তারা সমাজ মানে না, গুরুজন মানেনা। সমাজের গণ্ডি টপকে অপরের ক্ষেতের লকলকে ঘাস খায় ; তারা ধর্ম-সমাজ-রাষ্ট্র কিছুই মানবে না তাহলে তারা মানবে কী ? তারা কি যাদুবিদ্যায় প্রভুর নৈকট্য লাভ করবে। ০৬.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।